নিউজ ডেস্ক :একুশের নির্বাচনের পূর্বে সক্রিয় বাম-কংগ্রেস জোট।রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল সুজন-মান্নানরা। অবিলম্বে রাজ্য বিধানসভায় আস্থা ভোট ডাকার দাবি বাম-কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে তৎপরতা নেওয়ার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।
বিধানসভা ভোটের আগে আরও চাপ বাড়ল শাসকদলের উপর বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভোটের ঠিক আগে একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রথম থেকেই অস্বস্তি তৃণমূলের অন্দরে।এখনো বিদ্রোহের সুর শোনা যাচ্ছে দলের অন্দরে।
অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগদরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট ডাকার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।
এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে পাশে বসিয়ে মান্নান বলেন, ‘‘তৃণমূলের দল থেকে অনেকে চলে যাচ্ছেন। কতজন যাচ্ছেন জানা নেই। কেউ বলছেন দেড়শোজন আসবেন, কেউ বলছেন একশোজন আসবেন। মন্ত্রীরা যাচ্ছেন, বলছেন আরও মন্ত্রীরা যাবেন। আবার কাউকে বলতে হচ্ছে আমি তৃণমূল ছাড়ছি না।’’
তিনি আরও বলেন, ‘‘মানুষ ধাঁধার মধ্যে পড়ে গেছে। কী হচ্ছে? সরকার কি আস্থা হারিয়েছে? মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, আপনার দাবি যদি সত্যি হয়, তৃণমূলে ব্যাপক হারে দলত্যাগ যদি না হয়, তাহলে আপনি বিধানসভায় আস্থা ভোট নিয়ে প্রমাণ করে দিন আপনার আস্থা আছে।’’
ঘন ঘন বিধায়কদের পদত্যাগ,বিধানসভায় আস্থা ভোটের পক্ষে সুজন-মান্নান
কলকাতা:একুশের নির্বাচনের পূর্বে সক্রিয় বাম-কংগ্রেস জোট।রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল সুজন-মান্নানরা। অবিলম্বে রাজ্য বিধানসভায় আস্থা ভোট ডাকার দাবি বাম-কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে তৎপরতা নেওয়ার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।
বিধানসভা ভোটের আগে আরও চাপ বাড়ল শাসকদলের উপর বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভোটের ঠিক আগে একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রথম থেকেই অস্বস্তি তৃণমূলের অন্দরে।এখনো বিদ্রোহের সুর শোনা যাচ্ছে দলের অন্দরে।
অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগদরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট ডাকার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।
এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে পাশে বসিয়ে মান্নান বলেন, ‘‘তৃণমূলের দল থেকে অনেকে চলে যাচ্ছেন। কতজন যাচ্ছেন জানা নেই। কেউ বলছেন দেড়শোজন আসবেন, কেউ বলছেন একশোজন আসবেন। মন্ত্রীরা যাচ্ছেন, বলছেন আরও মন্ত্রীরা যাবেন। আবার কাউকে বলতে হচ্ছে আমি তৃণমূল ছাড়ছি না।’’
তিনি আরও বলেন, ‘‘মানুষ ধাঁধার মধ্যে পড়ে গেছে। কী হচ্ছে? সরকার কি আস্থা হারিয়েছে? মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, আপনার দাবি যদি সত্যি হয়, তৃণমূলে ব্যাপক হারে দলত্যাগ যদি না হয়, তাহলে আপনি বিধানসভায় আস্থা ভোট নিয়ে প্রমাণ করে দিন আপনার আস্থা আছে।’’