Homeএখন খবরসমুদ্রে ভাসছে পাথর বোঝাই ৫ টি ডাম্পার, চাঞ্চল্য দিঘায়

সমুদ্রে ভাসছে পাথর বোঝাই ৫ টি ডাম্পার, চাঞ্চল্য দিঘায়

ভীষ্মদেব দাশ, দিঘাঃপুরানে জানা যায় জলে নাকি শিলা ভেসেছিল কিন্তু কলি যুগে দেখা গেল সমুদ্রে শিলা ভর্তি লরি ভাসছে! কালো পাথর বোঝাই, হলুদ গাড়ি ভাসছে সমুদ্রে। জোয়ারের জলে তলিয়ে যাচ্ছে একাধিক গাড়ি। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিঘায়। বৃহস্পতিবার দিঘার সমুদ্রে জোয়ারে তলিয়ে গেল পাথর বোঝাই ৫ টি ডাম্পার। বৃহস্পতিবার বিকেলে ভাটার সময় দিঘা সমুদ্রতটে সি-ওয়াল মেরামতের কাজ চলছিল।

পাথর আনার কাজ করছিল ৬ টি ডাম্পার। পাথর বোঝাই গাড়ি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে পাথর নামাচ্ছিল। সন্ধে ৬টা নাগাদ জোয়ার শুরু হলে সমস্যার শুরু হয়। জল, বালি পার করে গাড়ি তুলতে পারেননি চালকরা। দীর্ঘ চেষ্টার পরেও ৬টি ডাম্পারের চালক, খালাসি তড়িঘড়ি গাড়ি ছেড়ে নেমে পড়েন। তারপর ৬টি ডাম্পার জলর তোড়ে সমুদ্রের দিকে ভেসে যায়। জেসিবি দিয়ে টেনে তোলা হয় একটি ডাম্পারকে। ৫ টি ডাম্পার তলিয়ে যায় সমুদ্রে।

গত কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে সমুদ্র। নিম্নচাপ, ঘুর্ণাবর্তের জেরে ফুঁসছে সমুদ্র। অধিকাংশ সময়ে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকে পড়ছে স্থলভাগে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে উপকূলবর্তী দিঘা, রামনগর এলাকার একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সি-ওয়াল। ক্ষতিগ্রস্ত সি-ওয়াল মেরামতি করতে গিয়েই সচেতনতার অভাবে তলিয়ে গেল ৫টি ডাম্পার। প্রসঙ্গত গত বুধবারই দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ মাইকিং করে সকলকে সচেতন করেছিল। ঘুর্ণাবর্তের জেরে প্রবল জলোচ্ছ্বাসে উত্তাল হবে দিঘা যারফলে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল।

পর্যটকদের পাশাপাশি কাউকেই সমুদ্রের ধারে ঘেঁসতে দেয়নি প্রশাসন। পাশাপাশি মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে নির্দেশিকার পরেও জোয়ারের সময় সমুদ্র পাড়ে সি-ওয়ালে কাজ চলছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

RELATED ARTICLES

Most Popular