Homeএখন খবরতুহিন সামন্ত স্মৃতি উইনার্স কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু

তুহিন সামন্ত স্মৃতি উইনার্স কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ   পূর্ব বর্ধমানের  কাটোয়া ২নং ব্লক তৃনমূল  কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের  উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও তুহিন সামন্ত স্মৃতি উইনার্স  কাপ এবং অন্নপূর্ণা গড়াই স্মৃতি রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার কাটোয়ার মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে  এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক রনজিৎ চট্টোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবক পিন্টু মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল সহ প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী   খেলায় মুখোমুখি হয় কাটোয়ার অম্বুজা স্পোটিং ক্লাব ও মন্তেশ্বর এ্যাথলেটিক ক্লাব। এই খেলায় কাটোয়ার অম্বুজা স্পোটিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করে  মন্তেশ্বর এ্যাথলেটিক ক্লাবকে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়,মোট ৮টি দল  এই নক আউট ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ  করবে। আয়োজকদের কাছ থেকে জানা যায়,প্রতি রবিবার একটা করে খেলা অনুষ্ঠিত হবে। এই খেলার দেখার জন্যে উপস্থিত ছিলেন কাটোয়া ২নংব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা।  ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মত। অসংখ্য ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করেন।

RELATED ARTICLES

Most Popular