Homeএখন খবর২৫দিনের মধ্যে আবারও বুকে ব্যথা সৌরভের, প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ল সমস্যা...

২৫দিনের মধ্যে আবারও বুকে ব্যথা সৌরভের, প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ল সমস্যা , আগামীকাল অ্যাঞ্জিওগ্রাম! চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে মহারাজ

নিউজ ডেস্ক: ২৫

 

দিনের মাথায় আবাররও অসুস্থ মহারাজ। তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। ফের সেই বুকে ব্যথা, যা নিয়ে বছরের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সূত্রের খবর সৌরভের ইকো, ইসিজি পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়েছে। আগামীকাল করা হবে অ্যাঞ্জিওগ্রাম। আজ তাঁকে রাখা হবে পর্যবেক্ষণে রাখা হবে। অ্যাপোলোর ১৪২ নম্বর কেবিনে রাখা হয়েছে সৌরভকে। চিকিৎসক আফতাব খানের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেইসাথেই তাঁর চিকিৎসায় নিযুক্ত রয়েছেন আরও দুই চিকিৎসক সপ্তর্ষি বসু, সরোজ মণ্ডল।

গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ! তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। সদ্যই হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে। নির্দিষ্ট কারণ নেই।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে উডল্যান্ডস হাসপাতালে যান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। তখন হাসপাতালেই ছিলেন সৌরভের স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস। প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। দেবী শেট্টি বলেন, “ওকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, কোনও বড় রকম সমস্যা নেই, কোনওরকম সমস্যা তৈরি করবে না, বাড়ীর যাওয়ার পরদিন থেকেই ও কর্মজীবনে ফিরতে পারবে, যে ব্লকেজ তৈরি হয়েছে, ও যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ, যে কোনও সাধারণ মানুষের ৪০ পেরোলেই চেকআপে থাকা উচিৎ।”

এর মধ্যেই ফের বুধবার বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে গ্রিন করিডর গড়ে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের অ্যাপোলো হাসপাতালে। সেখানে তাঁর নানা পরীক্ষানিরীক্ষা চলছে। স্বাভাবিক ভাবেই দাদার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছেন বৈশালী ডালমিয়া। হাসপাতালে সৌরভকে দেখে বেরিয়ে তিনি বলেন, ‘রাতে ঘুম হয়নি, সকালে ফ্রেশ লাগছিল না। তাই কিছু টেস্ট করা হচ্ছে। আমি যখন দেখে বেরিয়ে যাচ্ছি, নিশ্চিন্ত থাকুন দাদা ভাল আছেন।‘

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় খবর পেয়েই ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেন। লেখেন, শ্রী সৌরভ গাঙ্গুলির আবার অসুস্থ হওয়ার খবর উদ্বেগজনক। যতটা খবর পেয়েছি, ওঁর বুকে ব্যথা হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, দ্রুত উনি সুস্থ হোন, ভারতীয় ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যান। সৌরভের খোঁজ নিতে কৈলাসকে ফোন করেন অমিত শাহও।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সৌরভ ও বিজেপিকে জড়িয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা চলছিল, আসন্ন বিধানসভা ভোটে তাঁকে পদ্ম শিবির প্রার্থী করতে পারে। জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে তাঁকে রাজ্যে নিজেদের মুখ করতে চায় তারা। তবে বিষয়টি নিয়ে কোনও পক্ষ থেকেই কিছু পরিষ্কার করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular