ওয়েব ডেস্ক : দীর্ঘ কয়েক দিনের লড়াইয়ের পর আপাতত তাঁর শারীরিক অবস্থা সামান্য স্থিতিশীল। তবে শুক্রবারের তুলনায় শনিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় বিশেষ কিছু পরিবর্তন হয়নি। জানা গিয়েছে, শুক্রবার দুপুরেই তাঁর পরিবারের লোকেরা বর্ষীয়ান অভিনেতার সাথে দেখা করেছেন। তবে সেভাবে শারীরিক অবস্থার উন্নতি না হলেও নতুন করে আর জ্বর আসেনি প্রবাদপ্রতিম অভিনেতার। পাশাপাশি তাঁর হার্টরেটও ভালো। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ। তবে চিকিৎসকদের তরফে জানানো আশঙ্কা করা হচ্ছে, যেহেতু অভিনেতা এতদিন যাবৎ হাসপাতালে রয়েছেন সেহেতু একটা প্রভাব তাঁর পড়ছে।
শুক্রবার রাত পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা মাত্রা গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ১০। তবে যেহেতু অভিনেতার স্নায়ুজনিত সমস্যার থেকেই যাচ্ছে, সেহেতু শনিবার সেই সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসকরা। জানা গিয়ে সৌমিত্রবাবুর হার্টরেট যথেষ্ট ভালো। অভিনেতার কিডনিও যথেষ্ট সচল। আপাতত ইউরিয়া ও ক্রিয়েটিনিন স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের পর এখনও পর্যন্ত জ্বর আসেনি তাঁর।
এদিকে শুক্রবার পর্যন্ত দু’বার ডায়ালিসিস করা হয়েছে অভিনেতার। সেটি সফলও হয়েছে। জানা গিয়েছে, তৃতীয়বার ডায়ালিসিস করানোর সম্ভাবনা থাকলেও সেবিষয়ে এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এবিষয়ে সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল দলের অন্যতম সদস্য অরিন্দম কর জানান, “আজ ডায়ালিসিস করিনি। কাল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু তিনি ২৪ দিন হাসপাতালে রয়েছেন, সেকারণে এতদিন আইসিইউ-তে থাকায় শরীরে প্রভাব ফেলছে। সুস্থতার আশা কমছে।”