গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ স্কুলে ভর্তি হয় , কদিন ক্লাশ করে তারপর হঠাৎই নিখোঁজ হয়ে যায় তারা । স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার দিন দিন কমছিল।বাধ্য হয়ে পড়ুয়াদের বাড়িতে হাজির হয়েছিলেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার বেলা ৩.৩০ মিনিট নাগাদ পূর্ব বর্ধমানের কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনের
প্রধান শিক্ষক রামজীবন হাজরা ও পার্শ্বশিক্ষিকা সরস্বতী মাঝি চরসাহাপুর গ্রামে চৌধুরী পাডায় যান। দীর্ঘ দিন ধরে স্কুল আসে না এমন ছাত্র ছাত্রীদের বাড়িতে হাজির হয়েছিলেন আজ। সঞ্জয় চৌধুরী, রাহুল চৌধুরী, লখিন্দর, সুরজিত,সনোজিত, লক্ষ্মী চৌধূরী দের বাড়িতে ।দশ -এগারো টি বাড়িতে ঘোরেন প্রধান শিক্ষক ও পার্শ্ব শিক্ষিকা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেখানে অভিভাবক -অভিভাবিকা
দের সঙ্গে কথা বলেন ও বোঝান যাহাতে তাদের ছেলে মেয়েরা নিয়মিত স্কুল আসে।
অভিভাবক -অভিভাবিকারা
জানান যে তারা সারাদিন বাডি তে থাকে না, হয় মাঠে কাজ করেন, নতুবা বাজারে সবজি বিক্রি করেন, ছেলে মেয়েরা ইচ্ছা করে স্কুলে যায় না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রধান শিক্ষক রামজীবন হাজরা অভিভাবক -অভিভাবিকাদের বলেন,প্রতিদিন
সন্ধ্যায় বাড়িতে এসে খবর নেবেন ছেলে মেয়েরা স্কুল গিয়েছিল কি না।।অভিভাবক-অভিভাবিকারা
বলেন আমরা বাড়িতে এসে খোঁজ নেব, আর আপনারা ও মাঝে মাঝে আসবেন ।লক্ষ্মী চৌধুরীর মা চা করে খাওয়ান প্রধান শিক্ষক ও সরস্বতী দিদিমণি কে ।প্রধান শিক্ষকের এমন উদ্যোগকে সকল অভিভাবক -অভিভাবিকারা প্রশংসা করেছেন।