Homeএখন খবরআসানসোলে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাই, বাড়ির সামনে থেকেই ব্যবসায়ীর ৫০হাজার টাকা নিয়ে গেল...

আসানসোলে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাই, বাড়ির সামনে থেকেই ব্যবসায়ীর ৫০হাজার টাকা নিয়ে গেল দুস্কৃতিরা, প্রশ্নের মুখে নিরপত্তা

নিজস্ব সংবাদদাতা: আসানসোলের সালানপুর এলাকার এক ব্যবসায়ীর ৫০হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালাল দুই দুস্কৃতি। শুক্রবার দিনে দুপুরে এই ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারন মানুষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দুপুর ১২টা ২০নাগাদ রূপনারায়ানপুরের রাঙামেটিয়ার মানিক উপাধ্যায় শিশু উদ্যানের একেবারে সামনেই।
অশোক দাস নামে ওই ব্যবসায়ী বলেন, ” শুক্রবার সকালে চিত্তরঞ্জন এর চিলড্রেন পার্কের কাছে একটি সরকারি ব্যাংকে থেকে ৫০ হাজার টাকা তুলে আমি বাড়ি ফিরি বাইকে করে। বাড়ির ভেতরে ঢুকে আমি বাইক রাখি। ওই সময় আমার বাড়ির পাশেই থাকা এক ব্যক্তি আমাকে ডাকে। বাইক রেখে টাকার ব্যাগ নিয়েই আমি হেঁটে ওই দিকেই যাচ্ছিলাম।

তখন লক্ষ্য করি একটি পালসার দাঁড়িয়ে আছে। চালক বাইকে বসে, পাশেই এক ব্যক্তি দাঁড়িয়ে। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎই আমার ব্যাগ ধরে রাখা হাতে মারে। যন্ত্রণায় আমার হাত শিথিল হয়ে পড়লে ওই ব্যক্তি ব্যাগটা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে বসে এবং বাইক চালিয়ে দুজন পালিয়ে যায়।”
দাস জানিয়েছেন, লাল-কালো রংয়ের ওই পালসারের আরোহী দুস্কৃতিরা হেলমেট পরে থাকায় কাউকেই চিনতে পারিনি। তবে আমার ধারনা ওরা ব্যাংক থেকেই আমাকে ফলো করছিল। না হলে আমার কাছে এত টাকা আছে ওরা জানাবে কি করে?”

গোটা ঘটনা ধরা পড়েছে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে । দেখা গেছে অসহায়ের মতো তাদের পিছনে দৌড়ে যাচ্ছেন অশোক দাস আর জোরে স্পিড তুলে পালিয়ে যাচ্ছে দুস্কৃতিরা। কিছুদূর ছুটে ধাওয়া করে হাল ছেড়ে দেন দাস। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। কথাবার্তা বলেন দাসের সাথে। সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। রূপনারায়ানপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সিকান্দর আলম জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চলছে।

RELATED ARTICLES

Most Popular