নিউজ ডেস্ক : শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বলি ১। রাজগঞ্জে একটি পাথর বোঝাই ট্রাক ও একটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ এবং গুরুতর জখম ৩ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন পানিকৌরি এলাকার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে। মৃতের নাম তাপস সাহা এবং আহতদের নাম প্রহ্লাদ রায়, সঞ্জয় সাহা ও নিলু সাহা।
চার লেনের জাতীয় সড়ক পারাপারের জন্য পানিকৌরি মোড়ে ক্রসিং নেই। ফলে যানবাহন গুলিকে অনেকটা পথ অন্য লেন দিয়ে যেতে হয়। এরফলে দুর্ঘটনা ঘটে। এদিনও একই কারণে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাথর বোঝাই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ১ জনের মৃত্যু এবং ৩ জন গুরুতর জখম হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর পানিকৌরি মোড়ে রাস্তা পারাপারের জন্য ক্রসিংয়ের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। প্রশাসনের তরফে ক্রসিংয়ের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পণ্য বোঝাই ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক।