Homeএখন খবরফুটবলের রাজপুত্র মারাদোনা মূর্তি বসবে শিলিগুড়ি শহরে! উচ্ছসিত শহর

ফুটবলের রাজপুত্র মারাদোনা মূর্তি বসবে শিলিগুড়ি শহরে! উচ্ছসিত শহর

নিজস্ব সংবাদদাতা : নেতা, রাষ্ট্রপ্রধান কিংবা সাহিত্য জগতের নক্ষত্রদের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন সর্বত্রই হয়, কিন্তু মারাদোনার মূর্তি স্থাপন এই প্রথম বঙ্গে। এমনটাই দাবি করেছেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আর সেই ‘হ্যান্ড অফ গড’ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রথম পূর্ণবয়ব মূর্তি বসতে চলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অর্থানুকুল্যে এই মূর্তি স্থাপন করা হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে থাকা পার্কে। ইতিমধ্যে অর্থ বরাদ্দও করা হয়েছে। এসজেডিএ সূত্রে খবর, খুব শীঘ্রই কাজ শুরু হবে।

এপ্রসঙ্গে, এসজেডিএয়ের ভাইস চেয়ারম্যান নান্টু পাল বলেন, ‘মারাদোনার প্রতি সম্মান জানিয়েই মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও পুর এলাকায় একাধিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রয়োজন অনুসারে শহর জুড়েই উন্নয়নের কাজ চলছে।’

উল্লেখ্য, ২০২০-এর নভেম্বর মাসের শেষ দিকে প্রয়াত হন আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলার মারাদোনা। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে বিশ্বের ক্রীড়া মহলে। সেসময়ই মারাদোনার প্রতি সম্মান জানিয়ে এসজেডিএয়ের ভাইস চেয়ারম্যান নান্টু পাল স্পষ্ট করেছিলেন মারাদোনার মূর্তি বসানোর বিষয়ে। এরপর সেই প্রস্তাব আলোচনা হয় মাসিক অধিবেশনে। সেখানেই এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে।

RELATED ARTICLES

Most Popular