নিউজ ডেস্ক: গোটা দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ।এছাড়া বিভিন্ন রাজ্যেও বাড়ছে করোনা। এই পরিস্থিতিতেপ পশ্চিমবঙ্গ সরকার ফের একবার নিয়ন্ত্রণবিধি জারি করল।
আজ থেকেই লাগু হচ্ছে নয়া নির্দেশিকা। সেখানে উল্লেখ, অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল। নিষিদ্ধ করা হচ্ছে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত।
প্রসঙ্গত,করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে একগুচ্ছ পদক্ষেপ করল রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। সেখানে বলা হয়েছে, ‘অবিলম্বে রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখতে হবে। ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছু ক্ষণের জন্য খোলা রাখা যাবে।’
সকাল ৭টা থেকে ১০টা ও বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন চালু হচ্ছে।