Homeএখন খবরসকালের পর সন্ধ্যা ফের গুলি চলল খড়গপুর গ্রামীনে, এবার প্রানঘাতী হামলা, লক্ষ্যভ্রষ্ট...

সকালের পর সন্ধ্যা ফের গুলি চলল খড়গপুর গ্রামীনে, এবার প্রানঘাতী হামলা, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলেন ঘাগরার ব্যক্তি

আক্রান্ত গোপাল রানা ও উদ্ধার হওয়া কার্তুজ খোল

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালের পর সন্ধ্যা, মাত্র ১২ঘন্টার ব্যবধানে ফের গুলি চলল খড়গপুর গ্রামীন থানা এলাকায় আর এবার ঘটনাস্থল খড়গপুর শহরের একেবারে গা ঘেঁষে হিজলী কো অপারেটিভ সোসাইটি লাগোয়া ঘাগরা এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম গোপাল রানা, যদিও গুলি তাঁর কোমর ছুঁয়ে চলে যাওয়ায় সামান্য আঘাত লেগেছে, কোনও রকমে বেঁচে গেছেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘাগরা শ্মশান লাগোয়া এলাকায় নিজের ঘরেই ছিলেন গোপাল। দুজন যুবক এসে তাঁকে ডাকে। তিনি বেরিয়ে আসতেই তাকে হাত ধরে গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুজন। কিন্তু তাদের হাত ছাড়িয়ে ফের ঘরে ঢুকে যাওয়ার সময় গুলি চালায় এক যুবক। গুলিটি তাঁর কোমর ছুঁয়ে চলে যায়। গেঞ্জির ওপর দিয়ে কোমর ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় আঁচড়ের মত লাগে তাঁর। খুব বেশি রক্তপাত না হওয়ায় বেঁচে যান তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপাল নিজে জানিয়েছে, ” ঘটনার সময় রাস্তায় দু’ চারজন লোক চলে এলে একটু থমকে যায় দুস্কৃতিরা সেই সময় হাতটা ছাড়িয়ে আমি বাড়ির দিকে দৌড় দিতেই ওরা গুলি চালায় কিন্তু আমি একটা বাঁক নিচ্ছিলাম তাই গুলিটা কোমরে না ঢুকে ছুঁয়ে চলে যায়।”গোপালের বিবরন অনুসারে দুষ্কৃতিদের একজন লম্বা ফর্সা ও ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা ছিল যাকে বাপ্পা বলে সম্বোধন করছিল অপর দুষ্কৃতি। পুলিশ সেই সুত্র ধরে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কী কারনে গোপাল রানাকে খুন করতে এসেছিল দুষ্কৃতিরা তা নিয়ে ধন্দ রয়েছে। একটি সূত্রে জানা গেছে চাকরি দেওয়ার নামে গোপাল বেশ কিছু জনের কাছ থেকে টাকা নিয়েছেন সেই রাগেই কেউ বা কারা এটা করে থাকতে পারে। কয়েকমাস আগেই এই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার লেনদেনে যুক্ত থাকায় কাছাকাছি হিজলী এলাকায় এক যুবক খুন হয়েছিল দিনে দুপুরে। গোপাল কি সেই চক্রে জড়িত ? অন্য একটি সূত্রে গোপালের অবৈধ সম্পর্কের তত্ত্ব উঠে এসেছে। বিশদ তদন্ত করছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য এদিনই অর্থাৎ শুক্রবার সকালে আরেকটি গুলি চালানোর ঘটনা ঘটে একই থানা এলাকার ৬০নম্বর জাতীয় সড়কে মাতকাতপুর বি.এড কলেজের সামনে। দুষ্কৃতিরা এক ব্যাঙ্ককর্মীর লক্ষাধিক টাকা লুট করে। শুন্যে দু’ রাউন্ড গুলি ছোঁড়ার পাশাপাশি বন্দুকের বাঁট দিয়ে ফাটিয়ে দেওয়া হয় তাঁর মাথা। বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

RELATED ARTICLES

Most Popular