নিজস্ব সংবাদদাতা: এক মদের ঘোর তার ওপর হেলমেট নেই, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে সজোরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চালক ও আরোহী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা পুলিশ বীট হাউসের অন্তর্গত সিঁয়াজোড়াতে। আহত দুই জন হলেন পরিমল পাতর , বাড়ি কলসীভাঙ্গাতে অপরজন হলেন শঙ্কর বিষই বাড়ি বাবুইবাসা। দুজনকেই উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পরিমল বাবুর আত্মীয় বাড়ি গোয়ালতোড়ের পিংবনীতে। তিনি নিজের আরেক আত্মীয় শঙ্কর কে সঙ্গে নিয়ে নিজের স্কুটি তে করে পিংবনী যাচ্ছিলেন। যাওয়ার পথে সিঁয়াজোড়াতে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পরিমল বাবু। আর সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কার জেরে দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে পিড়াকাটা পুলিশ বীট হাউসে খবর দেয় পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আহতদের তড়িঘড়ি করে মেদিনীপুর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহত দুই ব্যাক্তি মদ্যপ আবস্থায় ছিল এবং খুব দ্রুত বেগে স্কুটি চালানোর জন্যই এই বিপত্তি।