নিজস্ব সংবাদদাতা, বেলদা: করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক অতিথিদের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কৌশিক নন্দ সম্পাদিত শব্দছন্দ পত্রিকার ত্রিশ বছর পূর্তি উৎসব। শুক্রবার করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে বেলদার পুরাতন কাঁথি রাস্তার ধারে অবস্থিত অন্নপূর্ণা কুটিরে প্রকাশিত হলো পত্রিকার ত্রিশ বছর পূর্তি সংখ্যা তথা এবছরের শারদ সংকলন।। পত্রিকা সম্পাদক কৌশিক নন্দ পত্রিকার ত্রিশ বছর পথ পরিক্রমার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। উপস্থিত অতিথিরা সম্মিলিত ভাবে পত্রিকা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র, দুই বিশিষ্ট শিক্ষক তথা “শিক্ষারত্ন” কমল শীট ও রঞ্জন শাসমল,পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা,শিক্ষক ও শিল্পী নরসিংহ দাস, শিক্ষক ও সমাজসেবী মণিকাঞ্চন রায়,গবেষক সন্তু জানা,কবি পার্থ মৈত্র, রাধাকান্ত মাইতি, দেবাশু ঘোষ,আশীষ পাত্র প্রমুখ।সভায় পৌরহিত্য করেন প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব যুগজিৎ নন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ড. স্মৃতিলেখা ভূঁইয়া।উল্লেখ্য যুগজিৎ নন্দের ভাবনায় এবারের পত্রিকার প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পী নরসিংহ দাস। কবিতা,ছড়া, গল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, গবেষণামূলক প্রবন্ধ সহ বিভিন্ন স্বাদের লেখা রয়েছে এবারের পত্রিকায়।
শব্দছন্দ পত্রিকার ত্রিংশতি বর্ষপূর্তি উৎসব উদযাপন ও শারদ সংকলন প্রকাশ
285
RELATED ARTICLES