নিজস্ব সংবাদদাতা: ২০২১য়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার প্রায় দেড় বছর আগে তীব্র শাসক বিরোধি রোষের স্বাক্ষী রইল কলকাতা। প্রেসিডেন্সি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় পেল সিপিএমের ছাত্র শাখা এসএফ আই। প্রেসিডেন্সির পড়ুয়াদের ভোটে কার্যত খড়কুটোর মত উড়ে গেছে বিরোধি ছাত্র জোট ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর এই জয়ের অন্যতম কাণ্ডারি হলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মিমোসা ঘোড়াই। শেষ খবর পাওয়া অবধি ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে মিমোসা জয়ী হয়েছেন ৩০০ র বেশি ব্যবধানে। শুধুই প্রেসিডেন্সি নয় বৃহস্পতিবার নির্বাচনের পর সন্ধেয় ফল প্রকাশের পর দেখা যায় জিএস, এজিএস, ভাইস প্রেসিডেন্ট এবং জিসিআর সেক্রেটারি- এই চারটি টি আসনেও বিপুলভোটে জয়ী সিপিএমের ছাত্র শাখা। শুধু তাই নয়, ১১৫টি সিআর আসনের ৫৮টি আসনেও জয়ী ভারতের ছাত্র ফেডারেশন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১০ সালে শেষবার ছাত্র সংসদে জিতে ছিল এসএফআই। পরের বছরই রাজ্য থেকে পাততাড়ি গোটায় বাম শাসন। স্বাধীন অরাজনৈতিক সংগঠন আইসির নামে বিভিন্ন দক্ষিন ও বামপন্থী জোটের কাছে ক্রমাগত হার হয়েছিল এসএফআইয়ের।
মিমোসা ঘোড়াই |
আইসির দুষ্কর্ময়ের বিরুদ্ধে ধিরে ধিরে আবার মাথা তুলতে থাকে এসএফআই আর তারপরই মাঝে দু’বছর রাজ্যের কোনও প্রতিষ্ঠানেই ছাত্র ভোট হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি-সহ প্রেসিডেন্সির নানা ইস্যু নিয়ে সরব ছিল এসএফআই। ক্যান্টিনের খাবারের মান, গ্রন্থাগারে বাড়তি বইয়ের অপ্রতুলতা, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, বাংলা মাধ্যম থেকে আসা পড়ুয়াদের হীনমন্যতা ইত্যাদি ইস্যুতে সারা বছর আলোচনা করেছিল এসএফআই। ফল এসেছে হাতেনাতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কদিন আগেই পর পর জয় এসেছে জেএনইউ, পণ্ডিচেরী এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। তারপর খোদ কলকাতার বুকে এই জয় অনেকটাই মনোবল বাড়িয়ে দিল বামপন্থীদের।