Homeএখন খবরলকডাউনে মহাসংকটে ব্লাড ব্যাঙ্ক, জরুরি প্রয়োজনে রক্তদাতার তালিকা নিয়ে হাজির এসএফআই

লকডাউনে মহাসংকটে ব্লাড ব্যাঙ্ক, জরুরি প্রয়োজনে রক্তদাতার তালিকা নিয়ে হাজির এসএফআই

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের কবলে বিপর্যস্ত গনপরিবহন, গন জমায়েত। করোনা সংক্রমন ঠেকাতে নিষিদ্ধ সেই সমস্ত কর্মসূচি যা অনেক মানুষকে এক জায়গায় আনে। ফলে বন্ধ হয়ে গেছে রক্তদান শিবির। আর সেই কারনে রক্তাল্পতায় ভুগছে খোদ ব্লাড ব্যাঙ্ক গুলি। কিন্তু মুমূর্ষু রুগী, প্রসূতি, থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের চাহিদা থেমে নেই। এই সংকটময় মুহুর্তে রক্তের প্রয়োজন হলে রুগীর কাছে রক্ত পৌঁছে দিতে উদ্যোগ নিল ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই। এসএফআই তাঁদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রক্তদাতাদের নাম, ঠিকানা, ফোন নম্বর, রক্তের গ্রুপ জানিয়ে মানুষকে আহ্বান জানিয়েছে যেখানে যার রক্তের প্রয়োজন ওই তালিকা ধরে তিনি পেয়ে যাবেন তাঁর কাছাকাছি অবস্থান করছেন এমন ইচ্ছুক রক্তদাতার নাম। ঘাটাল ,খড়গপুর ও মেদিনীপুর এই তিনটি মহকুমায় অবস্থিত মানুষরা জরুরি প্রয়োজনে সাহায্য নিতে পারেন এঁদের কাছ থেকে । অনেকেই ছাত্র ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক প্রসেনজিত মুদি বলেন, ‘এসএফআই–ডিওয়াইএফআই সারাবছর জেলার বিভিন্ন প্রান্তে রকতদানের কর্মসূচী পালন করে। গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে। এই মুহুর্তে করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। মানুষ বেরোতে পারছেন না। হাসপাতালে মুমুর্ষ রোগীদের বাঁচাতে রক্তের প্রয়োজন। রক্তদান শিবির করা যাচ্ছেনা। ব্ল্যাড ব্যাঙ্ক গুলিতে রক্তের যগান কম। তাই আমরা একটা গ্রুপ বানিয়ে সারা জেলার আগ্রহী রক্ত দাতাদের নামের তালিকা, তৈরি করে সবার জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। প্রসেনজিত বলেন, এখানে রক্ত দিতে চাইলে যে কেউ নাম লেখাতে পারেন। রাজনীতির কোন ব্যাপার নেই। যদি কারও রক্তের প্রয়োজন হয়, আমাদের জানালে আমরা রক্ত জোগাড় করে দেওয়ার চেষ্টা করবো। এব্যাপারে পুলিশ ও ব্যাল্ড ব্যাঙ্কের সহযোগিতা চাই। কারন রক্ত দিতে গিয়ে রাস্তায় কোন হেনস্থার মধ্যে পড়তে না হয় সেটুকু যেন দেখা হয়।”
এসএফআই তাদের সাইটে যাঁদের নাম ও নম্বর রক্তের গ্রুপ সহ জানিয়েছেন তাঁরা হলেন (১)প্রসেনজিৎ মুদি- মেদিনীপুর-9800586516/ O+(২) সায়ন শীল – ঘাটাল-9093869211/AB+
(৩) অভি কোলে – মেদিনীপুর-8509565990/A+
(৪)অর্চিস্মান গিরী -খড়্গপুর- 9475255550/B+
(৫)সানিব আলী -মেদিনীপুর-7047820349/B+
(৬) শুভঙ্কর ব্যানার্জী – ঘাটাল ৯৯৩২১৪৪৪০১/A+   (৭) নাসির -ঘাটাল- 7076995423/AB+
(৮)সুকুমার মাজী-মেদিনীপুর-9749501875/O+
(৯)ষোড়শী প্রসাদ গোস্বামী – মেদিনীপুর 9735522813 গ্রুপ/O+

(১০) কৃশানু সামন্ত-ঘাটাল-9091865295/A+
(১১)কল্লোল দে -খড়্গপুর -৯৯৩৩১২৬৩৫১/O+
(১২) সমর বড়দোলই -মেদিনীপুর – ৮৩৪৮০৭৯০২১/B+
(১৩)রাজর্ষি দাস-খড়্গপুর-9434827764 /AB+
(১৪)দেবীপ্রসাদ ঘোষ-ঘাটাল-9083491698/O (১৫) মাল্যশ্রী রায় শীল-ঘাটাল-  8159933608/B+
(১৬)প্রণব মাইতি-ঘাটাল 9163749964/O+

(১৭)রোহন নাম্বিয়ার-খড়্গপুর-8906654357/A+(১৮)বিশ্বনাথ সামন্ত – খড়্গপুর-8617593861/B+(১৯)রাজেশ জানা -ঘাটাল 9800489242/B+(২০)অরিজিৎ চক্রবর্ত্তী – খড়গপুর -8768645815/A+
(২১)প্রীতম মাইতি -ঘাটাল -7478856250/O+
(২২)আদর্শ কোলে – ঘাটাল – 7548009433/O+
(২৩)প্রদীপ শাসমল – ঘাটাল – ৭৭৯৭৩৯৫২৯৫. /AB+(২৪) দেবায়ন ভট্টাচার্য – মেদিনীপুর -৭৪০৭৬৯৮১৯৬/(A-)(২৫)শুভঙ্কর অধিকারী-ঘাটাল-8768701401/B+(২৬) শুভজিৎ মাইতি- মেদিনীপুর-7001657229/O+(২৭) পূর্ণব্রত চক্রবর্তী-ঘাটাল-7319472364/(O-)(২৮) স্বরুপ ছাতাইত -মেদিনীপুর – &O+ 7001671633(২৯) সায়ন্তন সাউ -মেদিনীপুর- 8768688680/B+
(৩০) জিয়ারুল খান-ঘাটাল- 9641122345/O+
(৩১)মনিরুল মন্ডল-মেদিনীপুর 9933462393/B+(৩২) সমীর মন্ডল/মেদিনীপুর — 7872229462/B+(৩৩) টিংকু কুমার ঘোড়াই — খড়্গপুর-9933155053/ AB +

(৩৪) অমিত নন্দী -মেদিনীপুর – 8158885607 / 7547987017/ B+ (৩৫)অক্সয়া -মেদিনীপুর – 9489834647/A+(৩৬) পাপু খান – মেদিনীপুর -9474168091/O+.(৩৭) শেখ এরসাদ আলী — ঘাটাল — 7479381893 — O+(৩৮) মানস প্রামানিক-মেদিনীপুর-9609397651/O+(৩৯)অভিজিৎ-ঘাটাল-8116081058/O+
এসএফআইয়ের তরফে জানানো হয়েছে আপাতত ৩৯জনের তালিকা থাকলেও এই গ্রুপে নিত্য নতুন সদস্য সদস্যারা যুক্ত হচ্ছেন। তাই কাউকে ফোন করে যদি জানতে পারেন যে তিনি ইতিমধ্যেই রক্ত দিয়ে দিয়েছেন তাতে হতাশ না হয়ে সরাসরি সংগঠনে নম্বর 9800586516 য়ে ফোন করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular