Homeএখন খবরপ্রথম থেকে সপ্তম শ্ৰেণীর পড়ুয়ারা ছাড়াই খুলতে চলেছে স্কুল, সিদ্ধান্ত কেন্দ্রের

প্রথম থেকে সপ্তম শ্ৰেণীর পড়ুয়ারা ছাড়াই খুলতে চলেছে স্কুল, সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে খুলতে চলেছে দেশের বিদ্যালয় গুলি। এবছর জুলাই মাস থেকে খুলবে বিদ্যালয় তবে মানতে হবে বিধি নিষেধ আর সেই বিধি নিষেধের প্রথমটি হল মাত্র ৩০% পড়ুয়া নিয়েই চালাতে হবে স্কুলের পড়াশুনার কাজ। কেন্দ্রের শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে স্কুলগুলি খোলা হলেও করোনা সংক্রান্ত বিধি নিষেধ কঠোর ভাবে মানতেই হবে, মানতে হবে সামাজিক দূরত্বের বিধিও।

এই বিধি মেনে কী ভাবে স্কুলের পঠন পাঠন বজায় রাখা যায় তার একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করবে কেন্দ্র। এ মাসের শেষেই সেই নির্দেশিকা জারি করা হবে। এজন্য বিশেষজ্ঞরা কাজ শুরু করে দিয়েছেন। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রথম শ্রেনী বা ক্লাশ ওয়ান থেকে ক্লাশ সেভেন বা সপ্তম শ্রেনীর পড়ুয়ারা আপাতত স্কুলে আসবেনা। কারন কেন্দ্রের অভিমত খুদের দল লকডাউনের নিয়ম কানুন মানতে পারবেনা।

যে তিরিশ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল চালু হবে সেক্ষেত্রেও সামাজিক দুরত্ব বিধি কড়া কড়া মানতে হবে স্কুল বাস থেকে শ্রেনী কক্ষ অবধি। প্রয়োজনে একেকটি শ্রেনীকে আরও কয়েকটি সেকশন ভাগ করে নিয়ে পড়ুয়াদের মধ্যে অবস্থানগত দূরত্ব বাড়াতে হবে। সেক্ষত্রে ক্লাশের সংখ্যা কমানো যেতেই পারে এমনিই সব প্রস্তাব বিশেষজ্ঞরা রাখতে চলেছেন বলেই জানা গেছে। মিড-ডে-মিল পরিবেশনের ক্ষেত্রেও কিছু নিয়ম সংযোজিত হতে পারে। লাইব্রেরী ও ল্যাব ব্যবহারেও আসতে চলেছে নয়া নির্দেশিকা। মাস্কের ব্যবহার, হাত ধোয়ার অভ্যাসকে পড়ুয়াদের মজ্জাগত করার জন্য বিশেষ পাঠ থাকবে কারন ধরেই নেওয়া হচ্ছে যে করোনা বিষয়ে এক দীর্ঘতম যুদ্ধে সামিল হতে হচ্ছে জাতিকে আর জুন ও জুলাই মাসেই করোনা আক্রান্তের সংখ্যা ভয়ানক চেহারা নিতে পারে দেশে।

স্কুলগুলি খোলার বিষয়ে জোন ভিত্তিক অগ্রাধিকারের নীতি প্রযোজ্য হবে। প্রথমে গ্রীন পরে অরেঞ্জ এবং সব শেষে রেড জোনের স্কুল গুলি চালু করা হবে। তবে আবাসিক স্কুলগুলির কি হবে তা এখুনি ভাবা হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই সব বিষয় নিয়ে স্কুলগুলি খোলার নির্ঘন্ট সহ একটি সুস্পষ্ট নির্দেশিকার চূড়ান্ত ঘোষনা শীঘ্রই করতে চলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রথম থেকে সপ্তম শ্রেনীর পড়ুয়ারা আপাতত বাড়িতে থেকেই পড়াশুনা করবে। হয়ত স্কুলগুলিকে গৃহপাঠ দেওয়ার কথা বলবে কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের স্কুলে আসতে বলা হবে।

RELATED ARTICLES

Most Popular