Homeএখন খবরমাত্র ৬,০০০ টাকার মধ্যে নতুন স্মার্টফোন লঞ্চ করল Samsung

মাত্র ৬,০০০ টাকার মধ্যে নতুন স্মার্টফোন লঞ্চ করল Samsung

ডিজিটাল ডেস্ক: অত্যন্ত কম দামের মধ্যে ভারতের বাজারে এল Samsung Galaxy J2 Core 2020 উত্তর কোরিয়ার এই স্মার্টফোন কোম্পানিটি ২৭ শে এপ্রিল ভারতে এই স্মার্টফোন লঞ্চ করেছে।

এর আগে ২০১৮ সালে ভারতের বাজারে প্রথম লঞ্চ করা হয়েছিল Galaxy J2 Core এরপর Samsung এই ফোনটির মধ্যে অন্যান্য আরো কিছু নতুন নতুন ফিচার যোগ করে লঞ্চ করল Galaxy J2 Core 2020 এই ফোনটির দাম মাত্র ৬২৯৯ টাকা। নীচে এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন দেওয়া হল

Galaxy J2 Core 2020-র স্পেসিফিকেশন

১. Galaxy J2 Core 2020 রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে

২. এই ফোনটির মধ্যে থাকছে ১ জিবি ও ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ এই একটি ভেরিয়েন্টেই ছি ফোনটি আসবে।

৩. প্রসেসর থাকছে ১.৪ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

৪. এটিতে থাকছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে ফ্ল্যাশ লাইট ও সেলফি ক্যমেরা থাকছে ২ মেগাপিক্সেলের

৫. এই ফোনে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিয়ো সাপোর্ট থাকছে

৬. ফোনের মধ্যে থাকছে ২৬০০ এমএএইচ এর ব্যাটারি কর্তৃপক্ষের দাবি একবার ফুল চার্জ হলে ২২ ঘণ্টা পর্যন্ত টকটাইম দেবে এবং ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লে করা যাবে।

৭. এই স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নীল, কালো আর সোনালি।

এই ফোনটি অনলাইনে Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে তবে ডেলিভারি শুরু হবে লকডাউনের পর থেকে।

RELATED ARTICLES

Most Popular