ওয়েব ডেস্ক : আর কয়েকমাসের অপেক্ষা, এরপরই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সইফ আলি খান। সেকারণেই আর তর সইছে না সইফের। জানা গিয়েছে, সন্তানের জন্মের পর খুব শীঘ্রই তারা নিজের পরিবারের সকলের সাথে পতৌদি প্যালেসেই পাকাপাকিভাবে থাকতে চান অভিনেতা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাকারে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। পাশাপাশি তিনি জানান, তৈমুর এখন অনেকটাই বড়ো হয়ে গিয়েছে, ফলে আগের মতো সে আর ভয় পায়না বরং পতৌদি প্যালেসের বাগানে সেখানকার পোকা-মাকড় কিংবা প্রজাপতির পিছনে রীতিমতো ধাওয়া করে বেড়ায় ছোট্ট তৈমুর।
তবে পতৌদিতে স্থায়ীভাবে বসবাস করার বিষয়ে অভিনেতা একপ্রকার ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, “আমি তো পারব এবং সেটা একটা দারুণ জীবন হবে। আমার একটা আস্ত বাগান রয়েছে,আমি সাঁতার কাটব, রান্না করব, বই পড়ব- এবং সঙ্গে থাকবে পরিবার, মাঝেমধ্যে বন্ধুরা আসবে- গল্প হবে, আড্ডা জমবে। আমি এটাই করে আসছি দীর্ঘ সময় ধরে, আমাদের মুম্বইতেও একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, তাই কাজের সূত্রে আমরা সহজেই আসতে পারব এখানে। তবে পতৌদির আশেপাশে আমাদের একটা ভালো স্কুল প্রয়োজন।”
এদিকে, খুব শীঘ্রই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন পতৌদির নবাব তথা অভিনেতা সইফ আলি খান। এবিষয়ে তিনি জানান, ‘ছেলে মেয়ে মানুষ করবার জন্য এটা একদম পারফেক্ট বয়স। তোমার যখন বয়স কম থাকে,তখন তুমি নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকো, তোমার কেরিয়ার নিয়ে- তবে এখন তুমি অনেক বেশি স্থির, আর্থিকভাবে স্বচ্ছল, তোমার হাতে সময় অনেক বেশি সঙ্গে ধৈর্য- ভালোবাসার পাশাপাশি সন্তানের জন্য এগুলো থাকাও খুব জরুরি। আর নিজের জন্মভূমির চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে এই মুহূর্তগুলো উপভোগ করার জন্য! রবিবার সকালে ঘুম থেকে উঠে বড় বিছানায় বই পড়ার আনন্দ-আর তোমাকে চারপাশে ঘিরে থাকবে তোমার স্ত্রী, সন্তানেরা এবং তোমার প্রিয় সারমেয়।” ফলে স্বাভাবিকভাবেই খুব শীঘ্রই নিজের জন্মভূমি হরিয়ানার পতৌদিতে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্পষ্ট ইঙ্গিত দিলেন পতৌদি নবাব তথা বলিউড অভিনেতা সইফ আলি খান।