Homeএখন খবরকরোনা পরিস্থিতির মধ্যেও রেকর্ড রক্তদান সবংয়ে! স্বাগত জানালেন মানস ভূঁইয়া

করোনা পরিস্থিতির মধ্যেও রেকর্ড রক্তদান সবংয়ে! স্বাগত জানালেন মানস ভূঁইয়া

শশাঙ্ক প্রধান: করোনা পরিস্থিতির মধ্যেও সবংয়ের মত প্রত্যন্ত অঞ্চলে ৭৮ জন রক্তদান করায় সন্তোষ প্রকাশ করলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন হাই স্কুলে একটি রক্ত দান শিবিরের আয়োজন করে ছিল পুলিন বিহারি সত্যবালা ট্রাস্ট বা সংক্ষেপে পিবিএসবি ট্রাস্ট। এই রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৭৮ জন রক্ত দাতা রক্ত দান করেছেন বলে জানায় উদ্যোক্তারা। উদ্যোক্তাদের তরফে প্রত্যেক রক্ত দাতার হাতে গোলাপ ও একটি চারা গাছ তুলে দেওয়া হয়।

এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, মহকুমা শাসক আজমল হোসেন, সি আই কৃষ্ণেন্দু হোতা, এস ডি পি ও দীপাঞ্জন ভট্টাচার্য, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক , সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পন্ডা, সবং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি সহ ট্রাস্টের সদস্যরা।

ট্রাস্টের সম্পাদক বিকাশ রঞ্জন ভূঁইয়া জানান, সবং সহ পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত এই ট্রাস্ট সেবার মনোভাব নিয়ে নিরন্তর কাজ করে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতির জন্য বহু মানুষ অতিমারিতে আক্রান্ত হওয়ায় জেলায় রক্তের ঘাটতি থেকে যাচ্ছে কারন অনেক নিয়মিত রক্তদাতা নিজেরাই আক্রান্ত হওয়ায় যেমন রক্তদান করতে পারছেননা তেমনই যাঁরা এই শিবির গুলি সংগঠিত করে থাকেন তাঁদের অনেকে আক্রান্ত হওয়ার নিয়মিত শিবির করায় অসুবিধা দেখা দিচ্ছে। এমনই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই শিবির করতে হয়েছে। আমরা খুশি যে বহুমানুষকে আমরা রক্তদানে সামিল করতে পেরেছি।

এই প্রসঙ্গেই মন্ত্রী জানান, সবংয়ের মত জায়গায় দাঁড়িয়ে এই অতিমারির সময়ে একজনকে রক্তদানে উদ্বুদ্ধ করাটা কম নয়। আমি অভিনন্দন জানাবো যাঁরা রক্তদানে এগিয়ে এসেছেন। যেকোনও সামাজিক সঙ্কটে সবংবাসী তার দায়িত্ব পালনে নিজের ভূমিকা বজায় রাখেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি দেখে খুবই ভালো লাগছে।

RELATED ARTICLES

Most Popular