Homeএখন খবরখড়গপুর পুরিগেটের মরনফাঁদে আবারও মৃত্যু পথচারীর উদাসিন রেল কর্তৃপক্ষ

খড়গপুর পুরিগেটের মরনফাঁদে আবারও মৃত্যু পথচারীর উদাসিন রেল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা: গত আগষ্ট মাসেই এই লেবেল ক্রসিংয়ে ট্রেনের তলায় চলে গেছিলেন আইআইটি খড়গপুরের চতুর্থ বর্ষের ছাত্র চন্দ্রমোহন গোস্বামীর। ২মাস গড়াতে না গড়াতে আবারও মৃত্যু সেই একই জায়গায়, একই ভাবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার দুপুরে খড়গপুর শহরের মহকুমা হাসপাতাল আর আইআইটি এ্যাপ্রোচ রোডের উত্তর দিকের লেভেল ক্রসিংয়ে প্রান গেল আরও এক ব্যক্তির। রক্ষীবিহীন এই লেভেলক্রসিংয়ে মৃত্যুর ঘটনা বারংবার ঘটা স্বত্তেও নির্বিকার রেল কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ মানু্ষের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় মানুষরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে পুরিগেটের উত্তরপ্রান্তের লেভেল ক্রসিং পেরুনোর সময় একটি ট্রেন ধাক্কা মারে ওই ব্যক্তিকে। সাথে সাথেই দলা পাকিয়ে যায় ওই ব্যক্তি। মাথার খুলি ফেটে ঘিলু বেরিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সন্ধ্যে অবধি তার পরিচয় জানা যায়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য আইআইটি উড়ালপুল তৈরি হওয়ার পর পুরি গেটের উত্তর প্রান্তের লেভেল ক্রসিং থেকে রক্ষী তুলে নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলিং বসিয়ে পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি রয়েছে সাইকেল ও বাইক যাতায়তের ব্যবস্থা। এখানেই দক্ষিনগামী আপ ও ডাউন দুটি রেল লাইনের মাঝখানে বেশকিছুটা অংশ ঝোপে ঝাড়ে ঢাকা। একদিক থেকে অন্যদিকে পারাপারের সময় অপরপ্রান্ত থেকে ট্রেন আসা সচরাচর নজরে পড়েনা। কানে কম শোনেন কিংবা অন্যমনস্কতা এখানে দুর্ঘটনার সম্ভবনা প্রবল। 

গত আগষ্ট মাসের তিন তারিখ এখানেই দুর্ঘটনায় মৃত্যু হয় মেধাবী চন্দ্রমোহনের। আইআইটি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ছাত্র চন্দ্রমোহনের এটাই ছিল ফাইনাল ইয়ার কিন্ত তার আগেই সব শেষ হয়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুই চন্দ্রমোহন এর আগেও আইআইটির ছাত্র সমেত অনেক ব্যক্তির প্রান গেছে এখানে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হল আরও একজন। এরপর আরও কত  নাম যুক্ত হবে কে জানে ? 

RELATED ARTICLES

Most Popular