Homeসাহিত্যরবিয়াণীসবই তো ফিরিয়ে দেওয়ার

সবই তো ফিরিয়ে দেওয়ার

✍️কলমে: গৌতম রায়

প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ঘুরে বেড়ায়
অনেকগুলি প্রচেষ্টা পর
একদিন তীর এসে লক্ষ্যভেদ করলে
মঞ্চ এসে তোমাকে ডেকে নিয়ে দেয় দ্রৌপদী

এই প্রাপ্তির জলোচ্ছ্বাস টুকু কেটে গেলে
নদী তুমি একা একা প্রবাহিত হও
দুধারে জনপদ শোকবতী জনার মতো
তুমি একা আগলে থাকো ভল্টের ঐশর্য‍হীন পাহাড়

তুমি করো খনন খাত গভীরতা
আবার উপনদীরা এসে ভিড় করলে
সতেজতা তুমি উঠে দাঁড়াও
ব্রহ্মপুত্র বলো আর ইছামতী বলো
শেষ জয় সাগর সাগর

সাগর এসে একাত্মতা করলে
তুমি কে অর্জুন , তুমি কে দাতা কর্ণ
এ সব মিথ মাত্র
মুছে যায় মুছে যায়
তুমি তো সাগর এখন
তোমার তো আর নেওয়ার কিছু নেই
সবই তো ফিরিয়ে দেওয়ার

RELATED ARTICLES

Most Popular