আবর্জনা

🖋কলমেঃ  তনু ঘোষ

হাঁটা হয়নি কোনোদিন ফিরতি পথে,
এগিয়ে চলি এক পা দু’পা করে মৃত্যুর দিকে।
আস্তাকুঁড়ে জমেছে আবর্জনা,
দু হাতে ঘাঁটি স্মৃতি কখনো বা ধুলোমাখা বিকেল।
দৃশ্যপট বদলায় শরতের মেঘ রোদের মতো
আমি অবলীলায় দেখি – আলো অন্ধকারের প্রতিবিম্ব।

অক্ষম চিন্তাভাবনা কেন পেশ করি অনন্তকাল ?
আসলে প্রেমের উপাখ্যানে গ্রহনের ছায়া পড়লেই
বিপন্ন দুঃখরা কান্না হয় একলা দিনে।

মৃত্যুর আগে মানুষ কলঙ্ক মাখতে প্রস্তুত, কেননা-
আবর্জনা মন্থনে কলঙ্ক আর জনপ্রিয়তা অমৃত গরল।

RELATED ARTICLES

Most Popular