Homeসাহিত্যরবিয়াণীনদীপারে সন্ধ্যা

নদীপারে সন্ধ্যা

🖋কলমেঃ অজিত বাইরী

মাথার উপর ঝুঁকে আছে মেঘ
নদী উচ্ছল পূবালী  হাওয়ায়,
ঘাটে বাঁধা নৌকো টলোমলো।

কেউ কি ভেসেছিল চোখের জলে
এমন-ই মেঘবরণ দিনে?
ক্ষণে ক্ষণে ঝিলিক দেয় তারই মুখ
ভাঙা মেঘের ফাঁকে?

নদীপারে দোলে শরবন—
পাতাগুলি না না করে কাঁপে।
ও সোনাবউ, নাও ভাসাইয়া যাও কোন্ দ্যাশে—
দরদ ঝরে ভাটিয়ালী সুরে।

ছলাৎ  ছলাৎ  পাটাতনে ভাঙে ঢেউ
দাঁড় থেকে রুপোলি তরল ঝরে।
‘ ঘন মেঘে ছাইল আকাশ—‘
গলা ছেড়ে গাইছে একলা পাগল
বুকে এসে তার ছন্দ দোলে।

আমি কী জানি, কে যায় কত দূরে!

জলের পিছনে ধায় জল;
আঁধার ডেকে আনে কাজল মেঘে।
বিন্দু বিন্দু আলোর সংকেতে
অক্ষরের মতো জ্বলে ওঠে গ্রাম।

RELATED ARTICLES

Most Popular