Homeসাহিত্যরবিয়াণীদার্শনিকের তলোয়ার

দার্শনিকের তলোয়ার

✍️কলমে: মধুমিতা বেতাল

মাঝে মাঝে পোড়া গন্ধ কোথা থেকে আসে জানো?
আমাদের জটিল হৃদয় যেখানে মোড় নেয়
সেখানেই তৈরি হয় এক একটা শ্মশান…
দাউ দাউ করে জ্বলতে থাকে শরীরের নির্যাস।
এখনও সময় আছে
বলো যতটা সত্য…..

কখনো কখনো আকাশটা উধাও হয়ে যায়
বিশাল রহস্যের নীল মোড়কে ঢেকে নেয় নিজেকে।
মায়া চোখ দূরন্ত জলপ্রপাতে নিখোঁজ হয়ে যায়।
চিৎকার করে চিল খুলে দেয় পালকের বাঁধন।
দার্শনিকের তলোয়ার থেকে ঝরে পড়ে
হাজার হাজার ধুমকেতুর চিৎকার।

জানি না …..
হয়তো কেউ-ই জানে না প্রেমের কতো রূপ…
তাই নির্জন গলি থেকে অন্ধকার তুলে
আমি লুকিয়ে রেখেছি আঁচল ঢাকা
এক গোপন কালো তিলে।
বর্ষা ভালোবাসি না, বৃষ্টি ভালোবাসি না ….
বৈশাখের প্রখর রৌদ্রে নিজেকে পুড়িয়ে নিতে
বড়োই ভালোবাসি…!

বার বার নিঃশ্বাসের ছোবলে
গভীর ক্ষত হয়েছে বুকে…
জমা হয়েছে গরম রক্ত…
পারলে হিংস্র পোশাক গুলো
আরও একবার ডুবিয়ে নিংড়ে নিও।।

RELATED ARTICLES

Most Popular