Homeসাহিত্যরবিয়াণীছিঁড়ে খাবে অসভ্য মানুষের দল

ছিঁড়ে খাবে অসভ্য মানুষের দল

✍️কলমে: তু হি ন কু মা র চ ন্দ

আয়ু বড়জোর আর কয়েকটা দিন,
চলো এই ফাঁকে চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।
সারাটা শহর চুপচাপ নিঃশব্দে নিশ্বাস ফেলছে এখন।
সবকিছু হারিয়ে শেষে কুলিকের মরা চরে
নৈঃশব্দ্যিক অনুভবে বেড়ে ওঠে স্বর্ণলতা
মৃতের শরীরে।

রাতচরা পাখির কান্নায় সারারাত শ্মশানের
পোড়া কাঠে জেগে আছে মৃত্যু উপত্যকা,
মানুষ শোনেনি বারণ, অকারণ মৃত সঞ্জীবনী
হাতে নিয়ে ফেলে গেছে আমলকি বনে।
এত অন্যায় করার পরেও কেন ইস্তাফা দিচ্ছো না তুমি,
তুমি তো নিজেই জানো এরপর ছিঁড়ে খাবে
অসভ্য মানুষের দল।

তোমারও আয়ু বড়জোর টেনেটুনে
আর কয়েকটা দিন।
কেউ দেখার আগেই চলো চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।
কেউ বুঝতেও পারবে না তোমার সম্পদ রাখা আছে তোমারই উঠোনে।

কেঁদে যাক আপন পুরুষ,
ছিঁড়ে খাক শরীর বল্কলে রাখা
নির্লজ্জ বোকা মেধাগুলো।
এখনো সময় আছে ইস্তাফা দিয়ে
একাকি ফিরে যাও চন্দনের বনে।

আয়ু বড়জোর আর কয়েকটা দিন,
চলো এই ফাঁকে চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।

RELATED ARTICLES

Most Popular