Homeসাহিত্যরবিয়াণীতপনজ্যোতি মাজীর দুটি কবিতা

তপনজ্যোতি মাজীর দুটি কবিতা

তপনজ্যোতি মাজী

প্রচ্ছদ

ঝরে যাওয়া হলুদ ও সাদা শাড়িতে স্লিম মনে হলো l রাতের ঘুম
হরণ করেছে আনন্দ ও বিষাদ ,
তারা এখনও গাঢ় ঘুমে I
স্বপ্নে কাগজের নৌকা ভাসতে চেয়েছো
অঝোর এক শ্রাবণ
বিকেলে , বৃষ্টি এখন সকালের টিউশন যাওয়া কিশোরী কোলাহল।

উত্থান পর্বের শ্রম মুছে দিয়ে আনন্দ প্রসাধনে উজ্জ্বল
হয়েছে চাকভাঙা মুখ l দিগন্তে তুলির টানের মতো এক টুকরো
গৈরিক মেঘকে কবিতা মনে হলো I
প্রাকসন্ধ্যায় কফি মগে লাল চায়ে ওষ্ঠের ছোঁয়া ,
একটি দিনের নীরব উপার্জন I

সমীর ও সমীরণ
মুখ ও মুখমন্ডলের মতো গুলিয়ে দেয় শব্দবোধ I কবিতা না
কবিতার উচ্চারণ , কোথায় পথের শেষ ?
উত্তর সন্ধ্যায় তোমার কণ্ঠস্বরের প্রতীক্ষা এক উন্মাদের
কাব্য প্রকরণ

চতুর্বেদ

চারদিকে ছড়িয়ে আছে মাত্রাপ্রকরণ l
যে জানতে চায় ,
জেনে নেয় l

সংস্কৃত শিক্ষক প্রণতসুন্দরবাবু বলতেন
বেদ আসলে জীবন প্রকরণ l
অবৈদিক যাপন থেকে বেদশ্রুতি একটি জীবনের
ক্রমপথ ,
যার অধ্যায় সংখ্যা চার l

RELATED ARTICLES

Most Popular