শালিক ডানা

🖊️কলমেঃ তাপস গিরি

রুগ্ন শালিক ডানায় ভেসে আছি আকাশের গায়

মোরগঝুটি-শোভা পুবদিগন্তে দেখি

পাতিহাঁস-ভোর রেখে গেছে
জল-সংসারী খেলা
আমার শ্যাওলা-ঘরে

কাক-বিছানায় শুয়ে শামুক স্বপ্ন দেখি

চার অধ্যায়ী শুশনি জীবনে-
এক পাতা ঠেকেছে বৃন্তে

বকফুল-চোখ দেখেনি কালো ভ্রমর
নোনা খাঁড়িতে কুমির-চোয়ালে হা-করে আছি

কাঁকড়া-পায়ে যদি ফেরে শৈশব
ধরা দেবে হাটিম-মন গড়ান বিকেলের কাছে

আলো কমে এলে ডাহুকির ডাক শুনে
ঘুমিয়ে যাবো ,শালুকপাতা কোলে ।

RELATED ARTICLES

Most Popular