Homeসাহিত্যরবিয়াণীফারজানা পরীর দুটি কবিতা

ফারজানা পরীর দুটি কবিতা

✍️কলমে: ফারজানা পরী

এই পথেই তুমি হেঁটে গেছো দূর থেকে বহুদূরে
তোমার পায়ের ছাপ এখোনো আছে
বেদনার বালুচরে।
তাই নদী হয়ে বয়ে চলি সেই পথেই
তোমায় খুঁজে পেতে,
তোমায় খুঁজতে খুঁজতে যদি
আমিও হারিয়ে যাই দূর ছায়াপথে।
ভুল বুঝনা প্রিয়, ভেবে নিও
দূরত্ব টুকুই ছিল আমাদের যাপিত জীবনে।
মনে পড়লে খুঁজো আমায়
ঘুমহীন কোনো জোনাক জ্বলা রাতে।
যদি জলে ভরে আঁখি ঘাসপাতা হয়ে
মুছে দেবো সোহাগি হাতে।
বাতাস হয়ে ছুঁয়ে দেব মিষ্টি আবেশে
তোমার এলো চুলে।
আকাশ পানে চেয়ে দেখো,
তারার বাসর সাজিয়ে আছি হৃদয় খুলে।

স্বপ্নডানা

ফারজানা পরী

জোনাকির আলোয় পথ চিনে
সন্ধ্যা নামে কুয়াশার ভাঁজে ভাঁজে
দুঃখগুলো ছুঁয়ে দেয় আলতো পরশে
হিম বাতাস সুখ দেয় মিষ্টি আবেশে।

রোদ ছুটি নেয় কাল ফের আসবে বলে
আমি অপলক চেয়ে থাকি ফের অপেক্ষায়
সূর্য উঠবে পাখি ডাকবে ফুল ফুটবে
সে আলোর পরশে মনকে সাজাবো বলে।

একাকী মন কেঁদে ওঠে মায়াবী নীরব রাতে
মাঝে মাঝে অন্ধকার ভীষণ ভয় পাই
জোনাকিদের ডেকে বলি নিশি কাটাতে আমার সাথে।

ঝিঁঝিঁপোকারা গেয়ে ওঠে মমতার সুরে সুরে
বলে ভয় নেই তুমি একা নও
আমরা আছি তোমার পাশে গান শোনাতে।

RELATED ARTICLES

Most Popular