✍️কলমে: চন্দন বাসুলী
প্রতিটি ধর্মই একটি যুবতী নারী
সকাল-সন্ধ্যা প্রতিদিনই ধর্ষিত হতে হয়
পূজারী না হলে ইমামের হাতে
দেহটা ছিঁড়ে-ছিঁড়ে খায় এক ঝাঁক পাগলা শকুন
মুনাফা লুঠতে রাস্তায় নামে অন্য এক দল ব্যবসায়ী
আসলে সকলে ভুলে যায়
নারীর মতোই ধর্মেরও একটা নিজস্বতা আছে ;
তাকে তার মতো বাঁচতে দিন,
মন্দির-মসজিদের বাইরে!
জীবন
চন্দন বাসুলী
প্রতিটি দৃশ্যমান রাস্তার শুরুতেই থাকে
একটি ঘটনাবহুল-গোপন ইতিহাস ;
আর শেষে লেখা হয় এক উপন্যাস
কখনো বর্ণময় কখনো ফ্যাকাসে।
চোখ
চন্দন বাসুলী
শুভ্র চোখের ভিতর লুকিয়ে থাকে সহস্র চোখ
চশমা আড়াল রেখেছে ;
যে ভাবে সূক্ষ্ম মনের ভিতর অসংখ্য মন
অভিনয়ের সুনিপুন দক্ষতায়;
আমাদের বুঝতে আর জানতে
একটা জীবন যথেষ্ট নয় !