✒️কলমে: শ্যামল রক্ষিত
সিঁড়ির ধাপে পড়ে আছে মুণ্ডটা
আমি দেখছি
আপনি দেখছেন
এই দেখার মধ্যে বৃষ্টি নেই
ছুরি বা বোমা নেই
ঘাসগুলো মুন্ডু নাড়াচ্ছে
প্রাকৃতেরা মুণ্ড নাড়াচ্ছে
সিঁড়ির ধাপে পড়ে আছে মুণ্ডটা
আমি মজা পাচ্ছি
আপনি ডুকরে কাঁদছেন
হাত বাড়িয়ে কারা কবিতার দেওয়াল থেকে
টুকে নিচ্ছে মৃত্যুর মুখ
বাহবা আর হাততালি দাঁত বসাচ্ছে
আমিত্বের অহমিকায়
সিঁড়ির ধাপে পড়ে আছে মুণ্ডটা
মুচকি মুচকি হাসছে
আমি দেখছি
আপনি উপজীব্য হয়ে উঠেছেন ৷