Homeসাহিত্যরবিয়াণীলাল পতাকার মিছিল- ৭

লাল পতাকার মিছিল- ৭

✒️কলমে: অশোক কুমার আচার্য্য

রাস্তায় সারি দিয়ে চলছে লাল পতাকা
সামনে লাল শালু কাপড়ের ফেস্টুন।
রিক্সার চারধারে মাইকের হর্ন লাগানো
কমরেডের দল চলছে পিছনে সারি দিয়ে।
বড় থেকে মাঝারি তারপর ছোট ছোট নেতা
তাদের পিছনে লাইন দিয়ে শ্রমজীবী মানুষ।

আকাশে উদিত সূর্যের রক্তিম আভার সংগে
লাল লাল পতাকার রং মিলেমিশে একাকার,
পুরো রাস্তাটা যেন রক্তের ধারা এগিয়ে যাচ্ছে।
আকাশের দিকে ছুড়ে ছুড়ে দিচ্ছে বজ্র মুষ্টি
মাইকে চলছে নেতাদের গরম গরম স্লোগান
শ্রমিকের রক্ত কৃষকের রক্ত হবে নাকো ব্যর্থ।

হলদিয়া দুর্গাপুর বাউড়িয়া ব্যারাকপুরের মত
বিশ্বের লাখ লাখ শিল্পাঞ্চলগুলোতে চলছে
শ্রমজীবী মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই।
শোষনের বিরুদ্ধে জোতদার মজুতদারদের
কারখানার মালিক মহাজনদের বিরুদ্ধে –
একজোট হয়ে লড়াইয়ের অঙ্গিকারের শপথ।

পয়লা মে শ্রমজীবী মানুষের বাঁচার লড়াই
শোষন বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।
হাজার হাজার শ্রমিক ভাই বোনের রক্তের
লাল পতাকার সম্মান ও মর্যাদা রক্ষার দিন।

RELATED ARTICLES

Most Popular