কলমে: নিমাই মাইতি কখনো কি ভাবতে পেরেছেন
দূরত্ব রেখে গন্ডিকেটে ঝগ্ড়া করতে হবে।
মন্দ নোয় যত্ই ঝগরা হোক
হাতাহাতি তো আর করতে পারবে না।
গন্ডী পেরোলেই সীতাহরন হবে
মানে ডিস্কোয়ালিফায়েড।
আসলে যিনি নিয়ম মানানোর কথা বলছন
অথচ তিনি নিজেই নিয়ম মানেন না
এরকম যিনি মদ ছাড়ানর বিগ্গাপন দেন
তিনিই রোজ দুবেলা মদে ডুবে থাকেন।
আমরা কেবল বেকুব দর্শক
দাত বের করে হাততালি দিই
প্রভুপাদ সেবায় ল্যংটো হোয়ে ছুটি।
এতোই যদি সমাজ সেবায় বিনীত প্রান
সুস্থ চেতনায় আকুলি বিকুলি
উৎপাদনের কারখানা বন্ধ করি না কেন।
আসলে কি জানেন
কে না চায় তার নাম যশ প্রভাব প্রতিপত্তি
ঘরে ঘরে পূজো নাম গান কীর্তন।
যা যা দেখছেন সবিই ফাট্কা বিগ্গাপনের ক্যালেন্ডার।