Homeসাহিত্যরবিয়াণীবিরূপাক্ষ পণ্ডা'র গুচ্ছ কবিতা

বিরূপাক্ষ পণ্ডা’র গুচ্ছ কবিতা

✒️কলমে: বিরূপাক্ষ পণ্ডা

কবিতাযাপন
———————-
তারপর থেকে কথা । কথার পিঠে কথা । কদমফুল।                                                     সবুজ ধানগাছে এই বৃষ্টি এই রোদ। ডিমের কুসুম।ভোরের পর শিশির ঘাসের উপর মরে । শিল্প সম্ভাবনা ।                                                    মানুষই কর্ম-ধর্ম । শিশুর গালে ঠোঁট । সনাতন ভারত ।


দিনযাপন
—————–                                                    কেউ জানলো না দর্শন
শুনলো না বচন
আদিখ‍্যেতায় ভরে গেল
পরিচিত রতন ।

কাল পেরিয়ে মহাকাল
জ্বলছে মাথা পেট
সকলেই সঙ্কটজনক
হাসছে কর্পোরেট ।

বর্ণপরিচয়
——————–                                                 তুমি আছ বলেই এত সাহস
প্রবল ইচ্ছের সেতু রচনা করে
চলে যাচ্ছি পূর্ণিমায় ।

তুমি আছো বলেই এত প্রেম
ভবিষ্যতের সুখ ভেবে পাঠ করছি
নির্বাচিত গালিব ।

তুমি আছো বলেই আমি আছি
দোতারায় টান দিয়ে গাই
” জল পড়ে, পাতা নড়ে “।

স্বর্গ-নরক
—————-                                                     যখন আগুনে আগুন বাড়ায় হিংসার ঘি
তখন চাহিদামতো দুধ দেওয়া গাই
সিঁদুরে মেঘের মুখে দেয় ছাই ।

যখন জলে জল উত্তাল কান্নার মাঠ
তখন অযাচিত কালো ঝড়ে
শেয়াল শকুনে পাতায় সই ।

মহল
————-                                                            না । লাঞ্ছিত দৃশ্যপট নেই । হাহাকারও নেই
নেই মাংসভোজী কেউ
ওরা এখন বিবশ অপমানে
ক্রমশঃ দ্রিদিম্ দ্রিদিম্
উপভোগ‍্য মহুলের নির্যাস ।

হে অন্তর্যামী ! সামনে এসে দ‍্যাখো
অন্য এক পৃথিবীর নব পত্রপল্লব
অন্তর্লীন পাপ ধুয়ে দিচ্ছে
বিশুদ্ধ নিঃশ্বাসের মহল
ভালোবাসার শাল-পিয়াল ।

RELATED ARTICLES

Most Popular