✒️কলমে: জুলি লাহিড়ী
—————————————
কেমন আছো কবি তুমি? অনেক দিনের পরে
ধীরে ধীরে পা রাখলে আমার মনের ঘরে।
আমার প্রথম স্বপ্নপুরুষ, প্রথম ভালোলাগা
‘সঞ্চয়িতা’ আঁকড়ে বুকে বিনিদ্র রাত জাগা।
একটি বছর, দুইটি বছর, নিজেকে তিলে তিলে
তৈরি করে নিয়েছিলাম, যেমন চেয়েছিলে।
আমার তখন কতই হবে? ঠিক নেই আজ মনে
শাঁখাপলা, মাথায় সিঁদুর, রইলে মনের কোণে।
সেই কিশোরী বয়স থেকে ভালোবেসেছি যাকে
নতুন ঘরে গিয়ে আমি ভুলেই যাবো তাকে?
বুকের মাঝে আছো তুমি, ছাড়িনি একচুল
এখন আমার মধ্য বয়স, হয় না তবু ভুল।
ভেবেছিলাম এই জন্মে হবে না দেখা আর
বুকের ব্যাথা মোচড় দিয়ে ওঠে যে বার বার।
ছেলের ডাকে ঘুম ভাঙলো পঁচিশের ওই ভোরে
সামনে দেখি দাঁড়িয়ে আছো, ‘সঞ্চয়িতা’ ধ’রে।।