✍️কলমে: সুকুমার চৌধুরী
পড়েছো কি লোভ।করমর্দনের ছলে
চেটে নেওয়া স্পর্শকাম। থেমেছিলো
লোভ। শুধু বয়স গড়িয়ে গেছে। সাপের
ফণার মত চুলে আজ অবদমনের শাদা।
বোঝোনিকি কখনো পিপাসা ! চুরি
কোরে দেখা অনেক নিমেষ ! কখনো
ওঠোনি জেগে দ্বৈত নির্জনে। কাঁপেনি
কার্নিস।লিসিয়ার চাপা বৃন্তদুটি আর
রোমাঞ্চ সিরিজ। তোমার গোপন দ্বিধা।
যদি অস্বীকার করো, না হওয়া সত্যের
অপলাপ হবে। যদি উপায়হীনতার কথা
বলো, বানিজ্যসফল হবে তোমার ভ্রকুটি।
যদি মিথ্যে বলো, আমি মরে যাবো ! দু দন্ড
নিরব থেকো আমি মরে গেলে। নিরবতা
শান্ত ধূপের মতো, অনাবিল সম্মতি ছড়ায়