✒️কলমে: মৌমিতা পাল
ছিঁড়তে ছিঁড়তে সমস্ত রাত ছিঁড়েই চলি
খুঁজতে খুঁজতে সমস্ত দিন তোকেই খুঁজি
ফুরিয়ে আসা বিকেলবেলা মুখোমুখি আমরা দুজন
শেষ কবে যে!
ঝগড়াশেষে কান্নাবুকে খুঁজিই তোকে-
অস্থিরতা জাপটে ধরে তীব্র রোদের রঙবাজিতে।
ভুল হয়ে যাক সমস্ত ভুল
এক কলেতে তোর ছলেতে।
গল্পে একটা ছেলে ছিল , নাকের ওপর বিষণ্ণ-রাগ
গল্পে একটা মেয়ে ছিল , ছলাৎ ছলাৎ বিষণ্ণ-রাগ।
রাগের সাথে রাগ বসেছে , রাগ শুয়েছে ,
রাগ খেয়েছে, রাগ কমেনি একটুখানিক
রাগের সাথে রাগ বসেছে , রাগ নুয়েছে ,
রাগ ছুঁয়েছে , রাগ কমেছে একটুখানিক।
রাগ কমলে একটু বলো , দুরন্ত-বন ফোনটা তুলো।