✍️কলমে: ড.নির্মল বর্মন- ডি.লিট
আত্মজকে অনন্য আঁধার থেকে হৃদয়ে স্থান দাও !
যন্ত্রণা তো হবেই, যন্ত্রণা কবে কারবা নিজ অধিগত ।
তবু কবি সত্যবান, কবিত্ব অজেয়গতি
মুখোমুখি সমরজয়ে এনেছে সুফল
মুখ ও মুখোশের ,স্থায়ী বৃক্ষ ও ফলের
অসহায় মানুষের ক্ষতের রক্ত কেউ কি দিয়েছে মুছে ।
ক্ষত বিক্ষত পাঁজরের ভেতর থেকে কেউ কি
নিয়েছে তুলে স্মৃতি বিজড়িত খর হাড়?
ঘন অন্ধকার থেকে হৃদয়ে নেওয়া দরিদ্র জীবন ,
অতীত শোকের শোকে সহনীয় মানবেতিহাস
যারা দাঙ্গাবাজ ,তাদের মধ্যে খোঁজে প্রশান্ত মুখ !
জটিল জীবন দ্রবণ থেকে শিলা করে নিজস্ব নিয়তি ।
9002046227