Homeসাহিত্যরবিয়াণীঅণির্বিৎ ঈশ্বর

অণির্বিৎ ঈশ্বর

✍️কলমে: পারুল কর্মকার

আবহকাল থেকে বয়ে বেড়াচ্ছি একটি পাণ্ডুলিপি
গিরগিটিরর মতো পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির রং
কখনও সবুজ কখনও নীল
আবার কখনওবা ধোঁয়াটে
পাল্টে যাচ্ছে পাণ্ডুলিপির পটভূমি।

আমি দাঁড়িয়ে কালের গর্ভ থেকে সাজানো মঞ্চে
প্রস্তুত হচ্ছি অন-স্ক্রিন গল্পে।
তাই প্রস্থেটিক মেকআপে সাজিয়ে নিচ্ছি
এ যেন নিজের সঙ্গে নিজেরই মিমিক্রি।

এ গল্প আমার, এ গল্প এক প্রতিশ্রুতির…
প্রতিশ্রুতির আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে
আমার মোম মোম ডানা দুটি।

সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে হামাগুড়ি খাচ্ছে
এ কীসের শূন্যতা?
মৃত ঝিনুকের মতো ওৎ পেতে আছে
খোলসের বেড়াজালে….।

একটা অশান্ত ঢেউ বিলাপ
ভেঙে দিতে চাচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহ।

হে আমার যুগপুরুষেরা
হে আমার অণির্বিৎ ঈশ্বরেরা
আমায় একটি ব্রহ্মাস্ত্র দাও —
নিয়ম ভাঙার নিয়ম গড়বো আজ।

RELATED ARTICLES

Most Popular