Homeসাহিত্যরবিয়াণীনাগসেন -এর দুটি কবিতা

নাগসেন -এর দুটি কবিতা

✍️কলমে: নাগসেন 

পরম্পরা

বৃক্ষ তার বংশলতিকা লিখে রাখে না
কোনো কুক্কুরী তার প্রপিতামহের নামও জানে না
আমি আমার ডান হাতে সন্তান
আর বাম হাতে পিতাকে লিখছি

ওগো মোহজাল
আমাকে ছিন্নভিন্ন করে দাও
শুধু প্রতিপদ তিথি জুড়ে
নৌকোটিকে করেছি প্রণাম ।

ছেলেকে,বাবাকে

মাঝরাতে ভাড়াঘরের বারান্দায়
স্প্যানিশ গিটারে বাবা বাজিয়ে যেতেন
একটাই গানের সুর
দূর দ্বীপবাসিনী…

মাঝরাতে অসমাপ্ত চিত্রনাট্যের
ওপরে মাথা রেখে
ছেলে এখন ঘুমিয়ে পড়ে
এরা দুজনেই আমার চেনা শত্রু ।

আমি হাত বোলাই
সন্তানের মুখ থেকে সরিয়ে দিই
অবিন্যস্ত চুলগুলি
পিতা ও সন্তান এদেরই তো মাঝে
একটা সেতু হতে চেয়েছিলাম ।

RELATED ARTICLES

Most Popular