Homeসাহিত্যরবিয়াণীঅতনু ভট্টাচার্যর কবিতা

অতনু ভট্টাচার্যর কবিতা

✍️কলমে: অতনু ভট্টাচার্যর কবিতা

হরফের কান্না মুছতে মুছতে

সমুদ্রে শংকর মাছ যেমন ফুর্তিতে আট দশ ফুট
উঁচুতে লাফায়
ওড়ার পাগলামি করে
দেখো, আমিও হরফের কান্না মুছতে গিয়ে
কেমন সমুদ্র বানিয়ে ফেললাম
#
তোমার অবহেলায় দিয়ে যাওয়া জুড়োন চা
অন্যমনষ্কতায়
কেমন, বিছানা ভাসালো !

সেই বাড়ি

নৈনিতালে উত্তরমুখো সেই বাড়ি
সেখানে যাইনি কোনোদিন ,
কেউ কি বলেছিল যেতে কখনো ?
এই সব ভাবি আর মনে মনে হাসি
#
জেনো, রচিত হাসির চেয়েও সত্য সেই বাড়ি !

হে প্রেম

গাছে আছে পাতা হাওয়া ঘোরে বনে
হে প্রেম , এভাবে কেন আছি—
#
ভুল লোক হয়ে, নিজের জীবনে !

RELATED ARTICLES

Most Popular