✍️কলমে: অজিত বাইরী
দিনান্তের আলো
উদ্বেগ, উৎকণ্ঠায় ভরা দিনগুলো
কাটাচ্ছি খাঁচাবন্দি পাখির মতো;
ভুলে গেছি ডানার উড়ান।
দু’চোখে ক্রমশ কমে আসছে আলো;
দিন না- ফুরোতেই যেন
বিকেল নেমে এসেছে চৌকাঠে।
বাতাসে গুনগুন করছে মহামারি;
ক্রমে ছোট হয়ে আসছে সংশয়দীর্ণ আকাশ।
ঘরে ঘরে মৃত্যুভয় ভেজিয়ে দিচ্ছে দরজা;
কে জানে, কখন সিঁধ কাটে সংক্রমণ
অচেনা আগন্তুকের ছদ্মবেশে!
ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে…
ইচ্ছেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে
গাছের না- ফোটা কুঁড়ির মতো;
ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে বাঁচার উদ্যম;
সুখ ও আনন্দের অনুভূতিগুলো
সাদা কাগজের মতো ফ্যাকাশে।
দিন থেকে দিনে পদার্পণের
উচ্চাশা নেই, সৃষ্টির আনন্দ উচ্ছ্বাস নেই;
শুধু গুহামধ্যে নিরন্তর হিম দিনযাপন।
এই কি বেঁচে থাকা? পঙ্গু ডানা;
মৃত্যু শমন নিয়ে দাঁড়িয়ে দরজায়
ঝাপসা চোখে খুঁজি তবু গবাক্ষে
দিনান্তের অপস্রিয়মান একচিলতে আলো।
ছাদ
সিঁড়ি ভেঙে উঠলেই
ছাদ–
ছাদ মানেই তো আকাশ।
আকাশে একটি পাখি–
স্বর্গীয় উদ্ভাস।