Homeসাহিত্যরবিয়াণীমৌমিতা দাসের দুটি কবিতা

মৌমিতা দাসের দুটি কবিতা

✍️কলমে: মৌমিতা দাস

<<<<মেরুন সময়ের কবিতা>>>>

স্বপ্নে আসিস নিয়মিত
বুকের ব্যথায় রোজ
নদীর যখন কুল ভেঙেছে
কে আর নিল খোঁজ।

উপত্যকার আগাছা ফুল
বাগান করা বারণ
শীত ফুরালো মাঝ বিকেলে
কেউ জানে না কারণ।

বৃষ্টি বাদল মন খারাপের
তোকেই তবু চাই
ঠোঁটের তিলের মেরুন শাড়ির
লোমশ বুকে ঠাঁই।

<<<<জৈষ্ঠ্য মাসের লেখা>>>>

মৌমিতা দাস

জৈষ্ঠ্যের দ্বিতীয় রাতটা একটু আলগা
খোঁজ রেখেছি তার জাগার
সবুজ আলো মাখা প্রোফাইল ছবি
হাসছিস নাকি ছাই করছিস আমার গোলাপী ঢাকাই।

ইয়ার্ডের মেঠো পথে রয়ে গেছে বাদামি লিপস্টিক আর পুড়ে যাওয়া আঙ্গুলের ছাপ
আমি ছাড়াই পারলে খুঁজে আনিস তাকে।
লুকিয়ে রাখিস যত্নে, আড়ালে…
কোনোদিন পরজনমে যদি তোর পোড়া সিগারেট হই, কথা দিলাম তোকেও পোড়াব তোর মতো করে ।

RELATED ARTICLES

Most Popular