নিজস্ব সংবাদদাতা: বেনজির বৃষ্টিতে একের পর এক বাঁধ ভেঙে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। একের পর এক বাঁধ ভাঙার খবর আসছে মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে। বিশেষ করে অবস্থা খুবই খারাপ অবস্থা চন্দ্রকোনা থানা এলাকায়। চন্দ্রকোনা থানার ২টি ব্লকের মধ্যে বয়ে যাওয়া শীলাবতী নদীর বাঁধ ৬টি জায়গায় ভেঙেছে বলে জানা গেছে। এরফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় যেতে বসেছে শতাধিক গ্রাম। চন্দ্রকোনার একটি গ্রাম পুরোপুরি জলবন্দি হয়ে পড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামতে হয়েছে ওই গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে আনার জন্য।
জানা গেছে চন্দ্রকোনা ২ ব্লকের বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের যদুপুর ও আকতকোলা,এই দুই জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে যায় শুক্রবার সকালে।এই দুই জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্লাবিত যদুপুর ও আকতকোলা এলাকার বিস্তৃর্ণ অংশ। পাশাপাশি নদী বাঁধ ভাঙায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। নদীর জল বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে বিস্তৃর্ণ চাষের জমিতে। জলবন্দি হয়ে পড়ার মুখে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা।
চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের হীরাধরপুরে ২জায়গায় বাঁধ ভাঙার পাশাপাশি শিলাবতীর বাঁধ ভেঙেছে ভবানীপুর ও কামার গাড়ির কাছে। অন্যদিকে পারাং নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দাসপুরের রাইকুন্ডু সহ একাধিক এলাকা।
এদিকে ব্যাপক বৃষ্টির জেরে শুক্রবার সকাল থেকেই চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রাম জলবন্দি।ওই গ্রামের শতাধিক মানুষ জলবন্দি হয়ে পড়ে,পাশাপাশি সবকটি গ্রামের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভোতাখালি গ্রামের শতাধিক মানুষ।খবর পেয়ে ওই গ্রামের আটকে পড়া মানুষদের উদ্ধারে ঘাটাল এনডিআরএফের একটি দলকে নিয়ে পৌঁছান চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও অমিত ঘোষ,চন্দ্রকোনা থানার ওসি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
এনডিআরএফের সদস্যরা বোটে করে জলবন্দি ভোতাখালি গ্রামে প্রবেশ করে একে একে মোট ২০০ জনকে উদ্ধার করে নিয়ে আসে রিলিফ সেন্টারে।বিডিও অমিত ঘোষ জানান,আপাতত এনডিআরএফের সদস্যদের সহযোগিতায় বোটের মাধ্যমে ভোতাখালি গ্রামে আটকে পড়া ২০০ জনকে উদ্ধার করে ওই গ্রাম পঞ্চায়েতের বান্দিপুর হাইস্কুলে রিলিফ সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে।দুদিনের প্রবল বৃষ্টির জলে প্লাবিত চন্দ্রকোনার ভোতাখালি গ্রামের সাথে যোগাযোগের একমাত্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাও,প্রশাসনের তরফে ইতিমধ্যে একটি নৌকারও ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।