সুদীপ খাঁড়া: করোনা ও আম্ফান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুরের তরুণ কবিরা। মঙ্গলবার মেদিনীপুরের তরুণ কবিদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জন্য অনুদান বাবদ দশ হাজার টাকার চেক পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের হাতে তুলে দেওয়া হয়। কবিদের তরফে এদিন উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. প্রসূন কুমার পড়িয়া,কবি অভিনন্দন মুখোপাধ্যায়, কবি সৌমেন শেখর, কবি নিসর্গ নির্যাস প্রমুখ।
এর আগে তরুণ কবিদের তরফে মেদিনীপুরে ৬০ টি পরিবারের হাতে এবং শালবনী ব্লকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ পরিচালন সমিতির সাথে যৌথভাবে ১০০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে পথ কুকুরদের খাওয়ানো জন্য পশুপ্রেমী একটি সংগঠন কে কবিদের তরফ থেকে দু হাজার টাকা সাহায্য করা হয়েছে। কবিদের পক্ষে অভিনন্দন মুখোপাধ্যায় জানান, তাঁর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানেই মেদিনীপুরের কবি, সাহিত্যিক ও শিল্পীদের যুক্ত করে অর্থ সাহায্যের আবেদন করেছিলেন এবং পাশাপাশি কয়েকজন শুভানুধ্যায়ীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে সবাই যেভাবে অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন তাতে তরুণ কবিরা আপ্লুত।
উল্লেখ্য এর আগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ফোটোগ্রাফার এসোসিয়েশন অফ্ মেদিনীপুর দশ হাজার টাকা, বেলদা কালচারাল ফোরাম ১৫ হাজার টাকা, মেদিনীপুর আর্টিস্ট ফোরাম দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়ে ছিল।
এছাড়াও মেদিনীপুরের কাব্য ও কলা’ সহ অন্যান্য কিছু সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিল্পী ও শুভানুধ্যায়ীরা কখনো সংগঠনগত ভাবে বা কেউ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ অনুদান জমা করেছেন। এছাড়াও সংস্কৃতি জগতের অনেকেই সরাসরি অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। মেদিনীপুরের সমস্ত সংস্কৃতি জগত ও শিল্পীদের এই উদ্যোগকে পশ্চিম মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার সাধুবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।