ওয়েব ডেস্ক : দীর্ঘ কয়েক মাস পর অবশেষে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতের বাজারে পড়ল সোনা ও রুপোর দাম। এমসিএক্স সূচক অনুযায়ী, শনিবার ভারতের বাজারে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমেছে ২৩৮ টাকা। সে অনুযায়ী এদিন সোনার দাম হয়েছে ৪৯,৬৬৬ টাকা। এদিকে সোনার পাশাপাশি রুপোর দামও বেশ খানিকটা পড়েছে। শনিবার ১ কেজি রুপোর দর কমে হয়েছে ৫৯,০১৮ টাকা। এদিকে সপ্তাহের হিসাবে ভারতে এদিন ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,০০০ টাকা এবং কেজি প্রতি রুপোর দাম কমেছে ৯,০০০ টাকা।
এ তো গেল ভারতের বাজারে সোনা-রুপোর দাম। এদিকে অন্যান্য রাজ্যের পাশাপাশি শনিবার কলকাতার বাজারেও দাম কমেছে হলুদ ধাতুর। শনিবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৪৮৩৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮৩৬০০ টাকা। তবে ২২ ক্যারেটের পাশাপাশি খাঁটি সোনার (২৪ ক্যারেট) দামও অনেকটাই কমেছে। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৯৩৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৩৬০০ টাকা।
এদিকে শনিবার কলকাতার বাজারে রুপোর দামও অনেকটাই অনেকটাই কমেছে। শনিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৫৯.০৫ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৭২.৪০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৫৯০.৫০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৫৯০৫ টাকা, ১ কেজি রুপোর দাম ৫৯০৫০ টাকা। তবে আচমকা আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দামের পতনে বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে আমেরিকায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেও ক্রমশ নিম্নমুখী হচ্ছে হলুদ ধাতুর দর।