নিউজ ডেস্ক: লাগামহীন করোনা; একদিনেই দেশে আক্রান্ত ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে বুধবার। এছাড়াও মৃত্যু হয়েছে ৬৩০ জনের এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৯ হাজার ৮৫৬ জন। এর আগে সোমবার দেশে প্রথম এক লক্ষ পেরোয় করোনা সংক্রমিতের সংখ্যা। এর আগে ১৬ সেপ্টেম্বর, ২০২০ ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। আর এদিন বুধবার সেই রেকর্ডও ভেঙে দিল করোনা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জন। করোনাকে পরাজিত করেছেন ১ কোটি ১৭ লক্ষ ৯২ হাজার ১৩৫ জন।
এদিকে করোনার চোখ রাঙানিতে বৃহস্পতিবার থেকেই নাইট কার্ফু জারি করা হল নয়া দিল্লিতে। প্রাথমিকভাবে দিল্লি সরকার জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।
প্রসঙ্গত, মঙ্গলবারেও দেশে করোনা সংক্রমণ বিপুল হারে বৃদ্ধি পায়। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৯৭ হাজার মানুষের শরীরে মারণ ভাইরাস থাবা বসিয়েছে গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছেন ৪৪৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৯৮২ জন। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজার ৪৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ১৪৩ জন। এতে করে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ২৭৯ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় বলি হয়েছে ৪৪৬ জন।
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত ২ হাজার ৫৮ জন। রাজ্যে একদিনে মৃত ৭ জন।ফলে এদিন রাজ্যের মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪ জন।
পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫ জন। যা সোমবারের তুলনায় ১ হাজার ৩২৯ জন বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৭২২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়ায় ৯৬.১২ শতাংশ।