Homeটেক আপডেটমাএ ৯৯৯ টাকায় ১০,০০০ Mah এর পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করল Realme

মাএ ৯৯৯ টাকায় ১০,০০০ Mah এর পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করল Realme

ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের সাথে সাথে রিয়েলমি ভারতে নতুন স্মার্টটিভি, স্মার্টওয়াচ ও নতুন ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এবার রিয়েলমি নিয়ে এলো ১০,০০০ এমএএইচ এর পাওয়ারব্যাঙ্ক। এই পাওয়ারব্যাঙ্কে থাকছে  দুই দিকে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং। সোমবার কোম্পানির ওয়েবসাইট থেকে রিয়েলমি ১০,০০০ এমএএইচ [appbox firefoxaddon ]এর পাওয়ার ব্যাংক ২ বিক্রি বিক্রি শুরু হয়েছে।

এর দাম

এই পাওয়ার ব্যাংকের দাম মাএ ৯৯৯ টাকা। হলুদ ও কালো রঙে এই ডিভাইস পাওয়া যাবে। সোমবার থেকে অনলাইন ও অফলাইন স্টোরে এই পাওয়ারব্যাঙ্ক বিক্রি শুরু হয়েছে।

এই পাওয়ার ব্যাংকের স্পেসিফিকেশন

রিয়েলমির এই পাওয়ার ব্যাংকে ২ দিকে ১৮ওয়াট এর ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। থাকছে ইউএসবি ও ইউএসবি টাইপ-সি সাপোর্ট থাকছে। থাকছে ১০,০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। হাই স্পিড চার্জিংয়ের সময় বিপদ এড়াতে থাকছে ১৩টি স্তরের সার্কিট পেওটেকশন সার্কিট। এই পাওয়ারব্যাঙ্কে চার্জিং এর জন্য একটি এলইডি ইন্ডিগেটর থাকছে যা চার্জ নির্দেশ করবে।

RELATED ARTICLES

Most Popular