Homeএখন খবরওয়াটার প্রুফ ১০০ টাকার নতুন নোট আনতে চলেছে RBI

ওয়াটার প্রুফ ১০০ টাকার নতুন নোট আনতে চলেছে RBI

নিউজ ডেস্ক: RBI নিয়ে আসছে নতুন ১০০ টাকার নোট।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০০ টাকার নতুন নোট খুব শিগগিরই বাজারে আসবে। রিজার্ভ ব্যাংকের এই নতুন টাকা ছিঁড়ে যাবে না, সব সময় থাকবে চকচকে। আগের নোটের থেকে হবে আরো টেকসই। প্রথমে ট্রায়ালের জন্যে চালু করা হবে। পরে প্রচুর সংখ্যায় বাজারে ছাড়া হবে।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, বার্ণিশ পেন্ট করার কারণে এই নোটটি জল লাগলে ছিঁড়বে না বা জলে জড়িয়ে যাবে না। সুতারং নোটটি ব্যবহারের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন না করলেও হবে। আসলে রিজার্ভ ব্যাঙ্ককে প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকার নোংরা বা ছেড়া নোট পাল্টাতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশ্বের অনেক দেশ প্লাস্টিকের নোট ব্যবহার করে।

এটি করার সিদ্ধান্ত নিয়েছে এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও।জানা গিয়েছে এই নোটটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে দৃষ্টিশক্তিহীন প্রতিবন্ধীদেরও সুবিধা হবে। এছাড়া নোটের মান উন্নত করতে রিজার্ভ ব্যাঙ্ক মুম্বইয়ে নোটের মান নিশ্চিতকরণ পরীক্ষাগারও স্থাপন করেছে।

এমনকি, রিজার্ভ ব্যাঙ্ক বার্ষিক প্রতিবেদনে ১০০ টাকার নতুন নোট ছাড়াও অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বলা হয়েছে যে, গত বছরের তুলনায় দেশে জাল নোটের সংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত,১০ টাকার নকল নোট ২০.২ শতাংশ। ২০ টাকার নকল নোট ৮৭.২ শতাংশ। ৫০ টাকার নকল নোট ৫৭.৩ শতাংশ ধরা পড়েছে। ৫০০ ও ২০০০ টাকার নকল নোটও ধরা পড়েছে। নোটবন্দির পর ১২১.১০ শতাংশ ৫০০ টাকার নকল নোট ধরা পড়েছে। ২১.৯ শতাংশ ২০০০ টাকার জাল নোট ধরা পড়েছে। যদিও ১০০ টাকার জাল নোটের সংখ্যা অনেকটাই কমেছে। মাত্র ৭.৫ শতাংশ ধরা পড়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক এর কারণেই হয়ত সম্প্রতি ১০০ টাকার নতুন নোট জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

RELATED ARTICLES

Most Popular