Homeএখন খবরডায়াবেটিস দিবসেই রসগোল্লার দিবস ! রাজ্যজুড়ে রসগোল্লা বিলি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির, মিষ্টি...

ডায়াবেটিস দিবসেই রসগোল্লার দিবস ! রাজ্যজুড়ে রসগোল্লা বিলি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির, মিষ্টি মুখেই মিষ্টি খেলেন ডায়াবেটিকরা

নিজস্ব সংবাদদাতা : একই দিনে ডায়াবেটিক দিবস আর রসগোল্লা দিবস। বহু বছর ধরেই ১৪ই নভেম্বর ডায়াবেটিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আবার জিআই প্রাপ্তির দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনটি রসগোল্লা দিবস হিসাবে পালন করল । সেই উপলক্ষ্যে বিনামূল্যে মানুষের মধ্যে রসগোল্লা বিতরণ করল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য জুড়েই বৃহস্পতিবার রসগোল্লা দিবস উদযাপন করে এই সংঠন।বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, রামতারক,কাকটিয়া,তমলুক হসপিটাল মোড়,নন্দকুমার,মহিষাদল,লক্ষা, সুতাহাটা, হলদিয়াতে পথচলতি মানুষের মধ্যে রসগোল্লা বিতরণ করেন সংস্থার সদস্য তথা মিষ্টি ব্যবসায়ীরা।

রসগোল্লা বাংলার, এ নিয়ে মতভেদ তৈরি হয়েছিল ওডিশার সঙ্গে।২০১৫ সালে, বাংলার সরকার রসগোল্লার ভৌগোলিক নির্দেশিকার (জিআই)আবেদন জানিয়েছিল।১৪ নভেম্বর ২০১৭ তারিখে, যে আবেদন মঞ্জুরও করেছিল দেশের জিআই রেজিস্ট্রি দপ্তর।রসগোল্লার জনক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছিল বাঙালি নবীনচন্দ্র দাসকেই।আর সেই থেকেই বাংলাজুড়ে শুরু হয়েছে রসগোল্লার জন্মদিন পালন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রসগোল্লার জিআই প্রাপ্তির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ হাজার মানুষের মধ্যে রসগোল্লা বিলি করে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি।সংস্থার পূর্ব মেদিনীপুর জেলার উপদেষ্টা সরোজ  জানা বলেন,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” আজ রসগোল্লার দিন।বাঙালির রসগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছিল।সে আনন্দেই পথচলতি মানুষের মধ্যে রসগোল্লা বিতরণ করা হল।”তবে বিতর্ক নিয়ে মাথা ঘামায়নি ডায়াবেটিক রোগীরাও। হৃষ্ট মনে রসগোল্লা খেয়েছেন তাঁরাও। 

RELATED ARTICLES

Most Popular