নিজস্ব সংবাদদাতা: পশু চিকিৎসক যুবতী প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ, খুন ও পরে গায়ে পেট্রোল জ্বালিয়ে নারকীয় খুনের ঘটনার ৪৮ঘন্টার মধ্যেই আরও এক মহিলার দগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানার সেই সামসাবাদ এলাকাতেই। আনুমানিক বছর পঁয়ত্রিশের ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই ঘটনাস্থলের অনতি দূরে সিদ্দুলাগুত্তা সড়ক লাগোয়া একটি মন্দিরের কাছে সামসাবাদ অঞ্চল থেকে শুক্রবার দেহটি উদ্ধার করে সাইবেরাবাদ পুলিশ। বর্তমানে দেহটি ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।
সাইবেরাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজ্জিয়ানা জানিয়েছেন, সামসাবাদের একটি খোলা জায়গা থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবেরাবাদ পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে যে জায়গা থেকে বৃহস্পতিবার সকালে প্রায় একই জায়গা থেকে ওই পশু চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তারই কাছাকাছি এলাকা থেকেই উদ্ধার হয়েছে এই মহিলার দগ্ধ দেহটিও। দুটি দেহ উদ্ধারের মধ্যে রয়েছে ২৪ঘন্টার ব্যাবধান। পুলিশ জানিয়েছিল, ওই মহিলা চিকিৎসক চার জনের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছিলেন এবং পরে তাঁর দেহ পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনার রেশ এখনও টগবগ করে ফুটছে দেশবাসীর মনে। তাঁর চব্বিশ ঘণ্টার মধ্যে একই জায়গা থেকে আরেক মহিলার দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে পুলিশের কাছে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় মৃত ওই পশু চিকিৎসক বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিল। কিন্তু পরে আবার বিকেল ৫:৫০ মিনিট নাগাদ তিনি অন্য একটি ক্লিনিকে যান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবং সেখানে তাঁর খারাপ হয়ে যাওয়া গাড়িটি পার্ক করে একটি টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলেন ক্যাব নেবেন বলে।মৃতার বোন এদিন পুলিশকে জানিয়েছেন, তাঁর সঙ্গে দিদি প্রিয়াঙ্কার শেষ কথা হয়েছিল বুধবার রাত ৯:২২ নাগাদ। সেই সময় তাঁর দিদি তাঁকে ফোনে জানিয়েছিলেন, সে তখনও টোল প্লাজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং তাঁর গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় কেউ তাঁকে সাহায্যের কথাও বলছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের কাছে অভিযোগের সময় মৃতার বোন আরও জানিয়েছেন, কেউ তাঁর দিদিকে গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য লিফট দিতে চাইছিল। দিদি তাঁকে ফোনে এটাও বলেছিল যে, তাঁর খুব ভয় করছে। এবং রাত ৯:৪৪ নাগাদ ফের তাঁর বোন তাঁকে ফোন করলে দিদির ফোন বন্ধ বলে। তাঁর পরই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফে। পরদিন শাদনগরে চাতানপল্লি সেতুর কাছে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সাইবেরাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজ্জিয়ানা জানিয়েছেন, এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা হল, মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নাভেন এবং চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩০২ ধারায় ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রশ্ন হচ্ছে প্রিয়াঙ্কা রেড্ডিকে খুন করে জ্বালিয়ে দেওয়া আর এই মহিলার দগ্ধ দেহ পাওয়ার মধ্যে কোনও সাযুজ্য আছে কি ? ধৃতদের সঙ্গে অথবা তাদের পরিচিত কোনও গ্যাংয়ের সঙ্গে পরের ঘটনা যুক্ত কিনা? পুলিশ ধৃতদের জেরার পাশাপাশি বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে।